বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে হেরে যাওয়ার পর থেকে আলোচনার তুঙ্গে হিরো আলম। নির্বাচনের ফল পাল্টে দিয়ে তাঁকে হারানো হয়েছে অভিযোগ করে হিরো আলম ওই ফল বয়কট করেন। এরপর একের পর এক গণমাধ্যমের মুখোমুখি হন হিরো আলম। তিনি গণমাধ্যমকে বলেন, এবার তিনি ভালো মানের কাজ করবেন।
হিরো আলম শস্তা গান আর মিউজিক ভিডিও বানান বলে অনেকে অভিযোগ করে আসছেন দীর্ঘদিন ধরে। তার গানগুলো রুচিশীল নয় বলেও অনেকে তা দেখেন না বলে অভিযোগ করেন।
তবে এবার হিরো আলম দর্শকের সামনে এলেন নতুন স্টাইলে। ‘তুই কবে যে বুঝবি বল’ গানে যেন হিরো হয়েই মানুষের সামনে হাজির হলেন হিরো আলম।
মাত্র ১৩ ঘণ্টা আগে ইউটিউবে পোস্ট করা ওই ভিডিওটি এখন পর্যন্ত ৪০ হাজার মানুষ দেখেছে। শতশত মানুষ মন্তব্য করেছেন।
মো. রিপন মিয়া নামে একজন কমেন্টে লিখেছেন, ‘হিরো আলম ভাই, সত্যি একজন রিয়েল হিরো। তিনি দিন দিন কাজকর্ম, সাহস ও নিজের উন্নতির মাধ্যমে মানুষের মনের মাঝে জায়গা করে নিচ্ছেন। ’
হিরো আলমের পোস্টে কমেন্ট করেছেন সেফুদাও। সেফাত উল্লা সেফুদা চাদঁপুরী লিখেছেন, ‘ভালোবাসার আরেক নাম জনদরদি সমাজসেবক হিরো আলম ভাই। ’
ইসমাইল শিকদার নামে একজন লিখেছেন, ‘আমার দেখা সত্যিকারের হিরো, সেরা ফাইটার, প্রিয় নায়ক, আপনি এগিয়ে যান আমরা আপনার পাশে আছি। ’
ইমরান হোসেন নামে একজন লিখেছেন, ‘হিরো আলম ভাই দিন দিন আপডেট হয়ে যাচ্ছেন। সাবাস হিরো আলম ভাই। এভাবে এগিয়ে যান দোয়া ও শুভ কামনা রইলো। ’
You must be logged in to post a comment.