শেখ হাসিনার সরকার পতনের পর নানা ঘটনা আলোচনা হচ্ছে। এরমধ্যে একটি হলো সাবেক ডিবি কর্মকর্তা হারুন-অর-রশিদের ভাত খাওয়ানো। কার্যালয়ে আসা অতিথি বা আটক ব্যক্তিদের খাওয়ানোর সেসব স্থিরচিত্র ও ভিডিও তিনি ফেসবুকে প্রচার করতেন। বিষয়টি নিয়ে হাইকোর্টও অসন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই গোয়েন্দা কার্যালয়কে ‘হারুনের ভাতের হোটেল’ও বলতেন। এবার এই বিষয়টি নিয়ে সিনেমা তৈরির ঘোষণা দিয়েছেন অভিনয়শিল্পী জাদু আজাদ।
সিনেমার নাম ‘হারুনের ভাতের হোটেল’। গত সোমবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে এই নাম নিবন্ধন করেন তিনি।
সেখানে দেখা যায়, এতে পরিচালক হিসেবে আছে জাদু আজাদের নাম। ছবি নিয়ে তাঁর প্রত্যাশা জানতে চাইলে বলেন, ‘সিনেমা বানানোতে আমরা কোনোরকম আপস করব না। ছবিটা সেই হবে কিন্তু।’
কারা এই ছবিতে অভিনয় করবেন তা এখন চূড়ান্ত করেননি বলে জানালেন জাদু। তাঁর ভাষ্য, ‘এখনও সেগুলো ভাবিনি। তবে বেশ কিছু চমক থাকবে এতে।’
চলচ্চিত্র পরিচালক সমিতির শিডিউল খাতা থেকে জানা গেছে, গত ১০ দিনে ৬টির মতো ছবির নাম নিবন্ধিত হয়েছে। এগুলো হলো—বদিউল আলম ‘ভয়ংকর আয়নাঘর’, জয় সরকার ‘আয়নাঘর’, বেলাল সানি ‘পরিবর্তন’, জানেসার উসমান ‘অন্ধকারের আয়নাঘর’ নামের ছবি নির্মাণের জন্য নিবন্ধন করেছেন।
You must be logged in to post a comment.