টাইগারের সঙ্গে বিরহের রেশ কাটতে না কাটতেই নতুন সম্পর্কে জড়ালেন দিশা। নতুন প্রেমিকের নাম আলেকজান্ডার অ্যালেক্স। সামাজির যোগাযোগ মাধ্যমে এরইমধ্যে প্রেমিক যুগলের ছবি ছড়িয়ে পড়েছে। সর্বত্রই একসঙ্গে দেখা যাচ্ছে তাদের। তবে এত দিন অ্যালেকজান্ডারকে বন্ধুই বলে এসেছেন ‘বাগী’ খ্যাত এই অভিনেত্রী।
এর আগে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল টাইগার দিশার। এই সম্পর্ক ইন্ডাস্ট্রির কাছে খোলা বইয়ের মতো। সব জায়গায় একসঙ্গেই দেখা যেত তাদের। জিম থেকে রেস্তরাঁ, সর্বত্র একত্রে তারা সময় কাটাতেন। তবে তাদের সম্পর্ক ভাঙ্গার কারণ নিয়ে কেউই মুখ খুলেননি।
‘কফি উইথ করন’র সিজন ৭-এ অংশ নেওয়ার পর টাইগারকে প্রশ্ন করা হয়েছিলো দিশার ব্যাপারে। তখন তিনি ‘ভালো বন্ধু’ বলেই মন্তব্য করেন। এমনকি নিজেকে ‘সিঙ্গেল’ বলেও দাবি করেন। সেই থেকেই মূলত টাইগার-দিশার ব্রেকআপের বিষয়টি জোরালো হয়।
উল্লেখ্য, টাইগার ও দিশা পাটানি জুটি বেঁধে অভিনয় করেছেন ‘বাঘি ২’ সিনেমায়। এরপর ‘বাঘি ৩’ সিনেমার একটি গানেও টাইগারের সঙ্গে হাজির হয়েছেন এ অভিনেত্রী।
You must be logged in to post a comment.