শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন

নতুন রূপে লিংকিন পার্ক

বিনোদন ডেস্ক / ২১ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ৭, ২০২৪
নতুন রূপে লিংকিন পার্ক
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

একবিংশ শতকের অন্যতম জনপ্রিয় মার্কিন রকব্যান্ড ‘লিংকিন পার্ক’। সাফল্যে গাঁথা এই ব্যান্ডর পথচলা আকস্মিক থেমে যায় ২০১৭ সালে ভোকালিস্ট চেস্টার বেনিংটনের মৃত্যুতে। সেই স্থবিরতা কাটিয়ে আবারও একত্র হলো সদস্যরা। অল্টারনেটিভ রক ও মেটালধর্মী এই ব্যান্ডে নতুন ভোকালিস্ট হিসেবে যোগ দিয়েছেন গায়িকা এমিলি আর্মস্ট্রং। এর আগে ‘ডেড সারা’ নামের একটি ব্যান্ডে ছিলেন তিনি। এ ছাড়া ড্রামার হিসেবে যোগ দেবেন কলিন ব্রিটেন।

অল্টারনেটিভ রক ও মেটালপ্রিয় ভক্তদের জন্য আরও একটি সুখবর দিয়েছে ব্যান্ডটি। আগামী ১৫ নভেম্বর তাঁরা প্রথমবারের মতো নতুন ভোকালিস্ট নিয়ে পারফর্ম করতে চলেছে। লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, হ্যামবার্গ, লন্ডন, সিওল ও বোগোতায় ৬টি মঞ্চে দেখা যাবে প্রয়াত চেস্টারের সতীর্থরা।

এদিকে, সম্প্রতি নতুন সদস্যদের নিয়ে একটি গানও প্রকাশ করেছে লিংকিন পার্ক। দীর্ঘদিন পর প্রকাশিত ‘দি এম্পটিনেস মেশিন’ শিরোনামের এই গান এরইমধ্যে বেশ সাড়া ফেলেছে। এটি তাদের নতুন অ্যালবাম ‘ফ্রম জিরো’র প্রথম গান।

বর্তমানে ব্যান্ডটির লাইনআপে রয়েছেন মাইক শিনোদা, ব্র্যাড ডেলসন, জো হ্যান, ডেভ ফ্যারেল, এমিলি আর্মস্ট্রং ও কলিন ব্রিটেন। সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান