শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

নতুন মিউজিক ভিডিও জানুক দুনিয়া

ফোরাম প্রতিবেদক / ৩৫৩ জন দেখেছেন
আপডেট : জুলাই ৭, ২০২২
নতুন মিউজিক ভিডিও জানুক দুনিয়া
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

এবারের ঈদে অবমুক্ত হতে যাচ্ছে বিগ বাজেটের গানচিত্র ‌’জানুক দুনিয়া’। এই বাণিজ্যিক ঘরানার গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী প্রতীক হাসান এবং প্রবাসী বিজ্ঞানী ও কণ্ঠশিল্পী তারান্নুম আফরীন। গানের কথা লিখেছেন মামুন আফনান রুমি এবং সুর, সংগীত করেছেন কাউসার খান।

এক ঝাঁক নাচের শিল্পী নিয়ে গানের ভিডিও নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ। এই গানে অভিনয় করেছেন প্রবাসী মডেল সালমান আরিফ এবং সঙ্গে আছেন মাহতাবীন মম। জানুক দুনিয়া গানটি পৃষ্ঠপোষকতা করেছে অস্ট্রেলিয়া ভিত্তিক বিজনেস এন্ড ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট ‘অলব্রাইট’। এই গান প্রসঙ্গে তারান্নুম বলেন, ভীষণ ট্রেন্ডি একটা গান। আর বিশেষভাবে ধন্যবাদ ‌অলব্রাইটকে। অলব্রাইট অস্ট্রেলিয়ায় বাংলা সংস্কৃতিকে ভীষণভাবে প্রমোট করছে। তাদের প্রতি কৃতজ্ঞতা।’ ঈদের পর তারান্নুম আফরীনের একাধিক বড় গান মুক্তির অপেক্ষায় আছে বলে জানান তারান্নুম আফরীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান