আন্দোলনের সেই শুরু থেকেই সরব ছিলেন ওপার বাংলার সংগীতশিল্পী কবীর সুমন। সর্বদা শিক্ষার্থীদের দাবি আদায়ের সঙ্গে পূর্ণ সমর্থন দিয়ে এসেছেন তিনি। এদিকে সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার অব্যাহতির পর দেশজুড়ে তৈরি হয় ছাত্র-জনতার উল্লাস। দেশের মানুষ যেন এদিন পায় একটি নতুন বাংলাদেশ; ভাসতে থাকে স্বাধীনতার আনন্দে।
এরই মধ্যে সেই আনন্দ কাঁটাতারের ওপার থেকে ভাগাভাগি করে নিলেন কবীর সুমন। গাইলেন নতুন বাংলাদেশের জন্য একটি গান। এক ফেসবুক পোস্টে কবীর সুমন লেখেন, ‘সুপ্রভাত নব বাংলাদেশ, ইনকিলাব জিন্দাবাদ’। আর গাইলেন, ‘মুক্তির এই আলো, বাংলাদেশ জ্বালালো, এ-লড়াই মুক্তির গান’।
কতদিন কাঁদিনি
কতদিন ভাবিনি
কতদিন জাগিনি এভাবে
ঐ তো বাংলাদেশ
স্বৈরাচারের শেষ
এ আগুন কেই-বা নেভাবে।
আবার বাঁচতে চাই
মৃত্যুর মুখে ছাই
বাংলা ভাষাই হলো প্রাণ
মুক্তির এই আলো
বাংলাদেশ জ্বালালো
এ লড়াই মুক্তির গান।
কবীর সুমনের এ গান শুনে শিল্পীকে প্রশংসায় ভাসিয়েছেন তার অনুরাগীরা।
প্রসঙ্গত, বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে চোখ রাখছেন ওপারের অনেক তারকা। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর ছাত্রদের নানা কর্মকাণ্ড নিয়ে তারা কথা বলেছেন। এবার এতে যোগ হলো নতুন মাত্রা। গান তৈরি করলেন কবীর সুমন।
You must be logged in to post a comment.