নতুন প্রেমে মজেছেন কলম্বিয়ান গায়িকা শাকিরা। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর খবর বয়সে ছোট এক সার্ফারের সাথে প্রেম করছেন গায়িকা। ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে কয়েক মাস আগেই বিচ্ছেদ হয়েছে ৪৫ বছর বয়সী পপ তারকা শাকিরার। স্প্যানিশ গণমাধ্যম মার্কা এক প্রতিবেদনে বলেছে, ২৪ বছর বয়সী সার্ফিং ইনস্ট্রাকটর গোরকা একজুরডিয়ারের সাথে প্রেম করছেন গায়িকা।
বিচ্ছেদের পর শাকিরার সঙ্গে কে এই সদুর্শন যুবক
সম্প্রতি শাকিরা ও গোরকার বেশ কিছু ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়েছে। একসঙ্গে তাদের সার্ফিংও করতে দেখা গেছে ছবিগুলোতে।
মার্কা কয়েকটি ছবি প্রকাশ করেছে যেখানে দু’জনকে একসাথে খেতেও দেখা গেছে। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে দু’জনের কেউ কিছু জানাননি।
উল্লেখ্য, ২০১০ বিশ্বকাপের সময় প্রথম সাক্ষাৎ হয় পিকে ও শাকিরার। সেই সময় থেকেই তাদের প্রেমের শুরু। তবে বিয়ে করেননি তারা, ছিল দুই সন্তান। দীর্ঘ ১২ বছরের সম্পর্ক শেষ পর্যন্ত ভেঙেই গেল।
You must be logged in to post a comment.