জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে ২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘আমরা আমরাই’। নাটকটি প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত আটটা ২০ মিনিটে প্রচার শুরু হবে।
মেহেদী হাসান হৃদয়ের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, মারজুক রাসেল, মুকিত জাকারিয়া, মাজনুন মিজান, শরাফ আহমেদ জীবন, রোজি সিদ্দিকী, ঊর্মিলা শ্রাবন্তী কর, জিল্লুর রহমান, রিফাত চৌধুরী, ফরহাদ বাবু, সহিদ উন নবী, নীলা ইসলাম, এস কে রতন, শেজাদ ওমর, আইরিন আফরোজ, তানহা তানশা, পাপড়ি পায়েল, শ্রাবন্তী সেলিনা, নিপুণ আহমেদ, রুশো শেখ, মুন্তাকা অর্পণ, খাইরুল আলম টিপু, ফরহাদ লিমন প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, ঢাকার একটা এলাকাজুড়ে ছোটখাটো একটা মহল্লা। সেই মহল্লায় নানান রকম মানুষের বাস। বহুতল ভবন ছাড়াও আছে অনেক পুরোনো একটা একতলা বাড়ি। একটা চায়ের টং দোকান আর একটা মুদির দোকানও আছে; যেখানে একেক সময় একেক বয়সী মানুষদের ভিড় লক্ষ্য করা যায়।
মান-অভিমান শুরু হয়। সম্পর্কের মধ্যে কেমন একটা টানাপোড়েন শুরু হয়। ধীরে ধীরে আবার সম্পর্কগুলো কীভাবে জোড়া লাগে, আবার কীভাবে মহল্লার মধ্যে সেই পুরোনো বন্ধন ফিরে আসে, সেটা নিয়েই ‘আমরা আমরাই’।
You must be logged in to post a comment.