সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন

নতুন অভিযানের জন্য প্রস্তুত মোয়ানা, সামনে এলো ট্রেলার

বিনোদন ডেস্ক / ৩৮ জন দেখেছেন
আপডেট : মে ৩০, ২০২৪
নতুন অভিযানের জন্য প্রস্তুত মোয়ানা, সামনে এলো ট্রেলার
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ডিজনির চরিত্রগুলো ছোট বড় সব বয়সীদের কাছেই প্রিয়। তাদের জনপ্রিয় একটি চরিত্র মোয়ানা। ছোট্ট মোয়ানাকে নিয়ে ২০২৬ সালে নির্মাণ হয়েছিল অ্যানিমেটেড সিনেমা। বিবিসি নিউজের প্রতিবেদন বলছে, এবার সিনেমাটির সিকুয়েল আনতে যাচ্ছে ডিজনি। প্রচারণার অংশ হিসেবে বুধবার (২৯ মে) ‘মোয়ানা টু’ সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়। দুই মিনিটের ট্রেলারটি মোয়ানা ভক্তদের মন জয় করে নিয়েছে।

ট্রেলারে গল্প খুব বেশ স্পষ্ট না। তবে মোয়ানাকে সমুদ্রে আরেকটি অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত হতে দেখা গিয়েছে। রহস্য, অ্যাডভেঞ্চার, ভয়, সমুদ্র সব মিলিয়ে ট্রেলারে মোয়ানার পুরানো ছন্দ দর্শকের মন জয় করার আভাস দিয়েছে। ট্রেলারের শেষে মাউয়িকে মোয়ানার নৌকায় পৌঁছতে দেখা যায়। আগের মতোই মোয়ানা চরিত্রে কণ্ঠ দিয়েছেন আউলি ক্রাভালিও এবং মাউয়ি চরিত্রে কণ্ঠ দিয়েছেন ডোয়াইন জনসন।

মোয়ানা টুর চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন ডেভিড জি ডেরিক জুনিয়র। এটি প্রথমে টেলিভিশন সিরিজ হিসেবে নির্মাণ করা হলেও পরে আরও কিছু কাজ করে এটাকে থিয়েট্রিক্যাল সিকুয়েল হিসেবে মুক্তি দেয়া হচ্ছে। সিনেমাটি মুক্তি পাবে ২৯ নভেম্বর।

অন্যদিকে অ্যানিমেটেড সিকুয়েল ছাড়াও ডিজনি লাইভ-অ্যাকশন ‘মোয়ানা’ও রিমেক করছে। সেটি নির্মাণ করবেন থমাস কেইল। ছবিটিতে ডোয়াইন জনসন থাকবেন, যেটি মুক্তি পাবে ২০২৬ সালের ১০ জুলাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান