শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৮:০৮ অপরাহ্ন

নজর কাড়তে নিজের পোশাকে আগুন দিলেন মডেল

বিনোদন ডেস্ক / ৩২ জন দেখেছেন
আপডেট : আগস্ট ২৪, ২০২৪
নজর কাড়তে নিজের পোশাকে আগুন দিলেন মডেল
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

নানাভাবে আলোচনায় থাকতে চান ভারতীয় টিভি অভিনেত্রী ও মডেল উরফি জাভেদ। তাঁর উদ্ভট পোশাক কিংবা সাজ দেখে নেটিজেনরা যেমন বিরক্ত হন; তেমনই আবার মজাও পান। এমন মজা দিতে গিয়েই এবার করলেন আরেক কাণ্ড! নিজে যে জামা পরেছিলেন তাতেই আগুন ধরিয়ে দিয়েছেন উরফি। তারপর?

‘ফলো কর লো ইয়ার’ নামক একটি শো আসছে। সেই শোয়ের ট্রেলার লঞ্চ ইভেন্টেই এই কাণ্ড ঘটালেন উরফি। তিনি যে পোশাক পরেছিলেন তাতেই সেই শোয়ের নাম লেখা ছিল। সেটা প্রকাশ্যে আনার জন্য ওই জামাতে আগুন ধরিয়ে দেন তিনি! আর ওই ভয়ঙ্কর আগুনের তাপ, ঝলকানি সহ্য করলেন নতুন কিছু করার নেশায়।

এরপর এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলেন, ‘এটা করতে গিয়ে আমার চোখের পাতা পুড়ে গেছে। আইব্রো পুড়ে গেছে। কিন্তু এত কষ্ট সহ্য করলেও সেটার দাম আছে।’

তিনি আরও জানান, ‘এই স্টান্ট কন্ট্রোলড পরিবেশে করা হয়েছে। প্রফেশনাল ব্যক্তিত্বরা ছিলেন ওখানে। বাড়িতে প্লিজ এটা চেষ্টা করবেন না।’

তাই যাঁরা ভাবছেন যে উরফি আর আমাদের নতুন কিছু দিয়ে চমক দিতে আর পারবেন না তখনই এটা ঘটিয়ে সেই ভুল ধারণা তিনি ভেঙে দিলেন।

প্রসঙ্গত, ফলো কর লো ইয়ার শোটি আমাজন প্রাইমে দেখা যাবে। ২৩ আগস্ট থেকে শুরু হয়েছে পর্ব। এটি ৯ পর্বের সিরিজ। যেখানে উরফির জীবনের ঝলক দেখতে পারবেন দর্শকরা। তাঁর জীবনের ব্যাপারে আরও বিস্তারিত ধারণা পাবেন তাঁরা। সূত্র: হিন্দুস্তান টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান