চলতি মাসে ঢাকায় পরপর দুটি কনসার্টে গাইবেন পশ্চিমবঙ্গের শিল্পী নচিকেতা চক্রবর্তী। ‘ঢাকা মেলানকলি’ ও ‘নচিকেতা লাইভ ইন ঢাকা ভলিউম টু’ শিরোনামের দুটি কনসার্ট অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ২৬ জুলাই।
‘ঢাকা মেলানকলি’ কনসার্টটি হবে হাতিরঝিল এম্ফিথিয়েটারে। আয়োজন করেছে ব্লুব্রিক কমিউনিকেশনস। এদিন শুধু নচিকেতা নয়, তাঁর সঙ্গে একই মঞ্চে গাইবেন বাংলাদেশের শায়ান চৌধুরী অর্ণব, আরমীন মুসা ও আহমেদ হাসান সানি।
কনসার্টটি প্রসঙ্গে ব্লুব্রিক কমিউনিকেশনসের ইভেন্ট ডিরেক্টর সামিন ইয়াসার প্রিয়ম বলেন, ‘কনসার্টের একদিন আগেই নচিকেতা ঢাকায় আসবেন। এসে একটি প্র্যাকটিস সেশন করবেন। ওইদিন সানির গান দিয়ে কনসার্ট শুরু হবে, আর শেষ হবে নচিকেতার গান দিয়ে।’
জানা যায়, কনসার্ট শুরু হবে বিকেল ৪টায়। আয়োজকরা রাত ১১টার আগেই কনসার্ট শেষ করার পরিকল্পনা নিয়েছেন।
প্রিয়ম জানিয়েছেন, এরইমধ্যে কনসার্টের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে। দাম ধরা হয়েছে দুই হাজার টাকা। টিকিট পাওয়া যাচ্ছে টিকিফাই (https://tickify.live/) ওয়েবসাইটে।
এদিন ‘নীলাঞ্জনা’, ‘যখন সময় থমকে দাঁড়ায়’, ‘অনির্বাণ’, ‘বৃদ্ধাশ্রম’র মত জনপ্রিয় গান শোনা যাবে নচিকেতার কণ্ঠে। আর অর্ণব শোনাবেন তাঁর জনপ্রিয় ‘হোক কলরব’, ‘তোমার জন্য নীলচে তারা’, ‘কষ্টগুলো’, ‘হারিয়ে গিয়েছি’, ‘তোমার জন্য’, ‘ভালোবাসা তারপর’ ,‘সে যে বসে আছে একা একা’সহ আরো কিছু গান।
সানি গাইবেন ‘আমরা হয়তো’, ‘শহরের দুইটা গান’, ‘আমারে উড়াইয়া দিও’, ‘গল্প না’, ‘কে আর বাজাতে পারে’। অন্যদিকে, আরমীন মুসার কণ্ঠে শোনা যাবে ‘জাগো পিয়া’, ‘ভ্রমর কৈয়ো গিয়া’সহ তাঁর আরো কিছু গান।
You must be logged in to post a comment.