এক সময়ে জয়া আহসান, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, সোহানা সাবা কলকাতায় সমাদৃত হয়েছেন। এবার নওশাবার পালা। টলিউডে অভিষেক হচ্ছে অভিনেত্রী কাজী নওশাবা ইসলামের। সঙ্গী হিসেবে পাচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জিকে। যা তৈরি হচ্ছে সত্যজিৎ রায়ের ফেলুদা’র সিরিজের চরিত্র নিয়ে।
নতুন ছবি সম্পর্কে জানা যায়, এটির নাম ‘যত কাণ্ড কলকাতাতেই’। এটি পরিচালনা করছেন অনীক দত্ত। যিনি এর আগে ‘ভূতের ভবিষ্যত’, ‘অপরাজিত’র মতো চলচ্চিত্র নির্মাণ করেছেন।
নতুন ছবিতে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন নওশাবা। তিনি বলেন, ‘রহস্য ও রোমাঞ্চ ঠাসা একটি গল্প নিয়ে নতুন বাংলা ছবি। সেপ্টেম্বর থেকে দার্জিলিং ও কলকাতাতে আমার শুটিং হবে।’
ছবিতে যুক্ত হওয়া প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘অনীক দত্ত আমার ফেসবুকে বন্ধু তালিকায় আছেন। বাবা মারা যাওয়ার পর আমি প্রায়ই পোস্ট দিতাম। তিনি তখন মন্তব্য করতেন। একদিন হঠাৎ তিনি ছবিটি অফার করেন। এরপর তো আমার বিশ্বাস হচ্ছিল না। কারণ তিনি যে মাপের নির্মাতা, তার ছবিতে কাজ করাটা অনেক বড় বিষয়।’
অডিশন প্রসঙ্গে তিনি বলেন, ‘অফারের পর তিনি অনলাইনের মাধ্যমেই ধাপে ধাপে অডিশন নিতে থাকেন। আমিও নানা টাস্ক করে দিচ্ছিলাম। এরপর প্রযোজক ঢাকায় এসে চূড়ান্ত অডিশন নেন।’
ছবিতে তার চরিত্রের নাম সাবা। ২৪ আগস্ট মুক্তি পেয়েছে এই ছবির প্রথম ঝলক। ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’ এবং ‘বিগ স্ক্রিন প্রোডাকশন হাউজ’র প্রযোজনায় আগামী বছর পূজায় মুক্তি পেতে চলেছে ছবিটি।
এর আগে ‘অপরাজিত’ ছবিতে দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছিলেন অনীক দত্ত। অভিনেতা জিতু কমলের লুক থেকে শুরু করে অভিনয় বেশ সাড়া ফেলেছিল দর্শকমহলে। এবার আরও এক নতুন উপহার নিয়ে হাজির হলেন তিনি।
ছবি প্রসঙ্গে পরিচালক ভারতীয় একটি গণমাধ্যমে বলেন, ‘ছবিটিতে কোনও তদন্তকারী নেই, তবে তদন্ত আছে। এছাড়াও রয়েছে ফেলুদা সম্পর্কিত বহু সূত্র। ভেবেছিলাম আমি ফেলুদা বানালে একটু অন্যরকমভাবে বানাবো। এর আগে আবিরকে দেখা গিয়েছে ফেলুদার ভূমিকায় কিন্তু এবারে তাকে দেখা যাবে তোপসে হিসেবে।’
তবে এখানেও রয়েছে চমক! পরিচালক বলেন, ‘তোপসের চরিত্রটি সত্যজিৎ রায়ের লেখা তোপসের চরিত্র থেকে সম্পূর্ণ আলাদা। এটি অনীক দত্তের সৃষ্টি। আরও একটি মজার বিষয় হল তোপসে ওরফে তপস্মিত সেনগুপ্ত তার কাকাকে ফেলুদা বলে ডাকে। যে তাকে তোপসে নাম দিয়েছিল। এই মূল গল্পের সমান্তরালে চলবে এবং ১৯৫০ সালের প্রেক্ষাপটকে তুলে আনবে।’
You must be logged in to post a comment.