ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৪৩ বছরে পা দিয়েছেন । তার এই বিশেষ দিনটিতে হাজির হলেন বলিউডের ভাইজান সালমান খান। শনিবার মধ্যরাতে স্ত্রী সাক্ষী এবং সালমানের সাথে কেক কেটে জন্মদিন উদযাপন করেন ধোনি।
বলিউডের সুপারস্টার সালমান খান ক্রিকেটার ধোনির খুব ভালো বন্ধু। তাই বন্ধুর জন্মদিনে পাশে থাকতে ভুল করেননি ভাইজান। আর তার উপস্থিতিতে মধ্যরাতেই কেক কাটেন । তিনি প্রথমে স্ত্রীকে এবং তারপর বন্ধু সালমানকে কেক খাইয়ে দেন। সালমান ইনস্টাগ্রামে নিজের এবং ধোনির একটি ছবি শেয়ার করেন, যেখানে ধোনিকে কেক কাটতে দেখা গিয়েছে। ক্যাপশনে সালমান লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে কাপ্তান সাহেব!’
আর যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে সালমান খান এবং সাক্ষী ধোনির পাশে দাঁড়িয়ে তারকা ক্রিকেটারকে কেক কাটতে দেখা গিয়েছে। সাক্ষীকে তো আবার ধোনির পা ছুঁয়ে প্রণাম করতেও দেখা গিয়েছে। ধোনি মজা করে আবার আশীর্বাদও করেছেন।
প্রসঙ্গত, সালমান খান, মহেন্দ্র সিং ধোনি, এবং অন্যান্য বলিউড এবং ক্রীড়া জগতের সেলিব্রেটিরা অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের গ্র্যান্ড সঙ্গীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানেই এক ফাঁকে ধোনির জন্মদিন সেলিব্রেট করেন ভাইজান।
You must be logged in to post a comment.