রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১১:৪২ অপরাহ্ন

ধারাবাহিক প্রেম করা নিষেধ

ফোরাম প্রতিবেদক / ২৬১ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ১, ২০২২
ধারাবাহিক প্রেম করা নিষেধ
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

এনটিভিতে প্রচার হচ্ছ ধারাবাহিক নাটক ‘প্রেম করা নিষেধ’। নাটকটি প্রতি সপ্তাহের রবিবার, সোমবার, মঙ্গলবার ও বুধবার রাত ৯.৪০ মিনিটে প্রচার হচ্ছে। নির্জন মোমিন ও মাহমুদুল হাসানের যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন সহিদ-উন-নবী। অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, মুকিত জাকারিয়া, সাজু খাদেম, ফারুক আহমেদ, সালহা খানম নাদিয়া, মৌসুমী হামিদ, জাহের আলভী, কচি খন্দকার, মুনিরা আক্তার মিঠু, সেমন্তী সৌমি, নূরে আলম নয়ন, মিল্টন, হিমে হাফিজ, নওরীন, দিশা, নাবিলা, রেশমি জামান প্রমূখ। ‘বাড়িটার সামনে একটা সাইনবোর্ডে স্পষ্ট করে লেখা- ‘এখানে ফ্যামিলি ভাড়া দেওয়া হয় না। শুধুমাত্র ব্যাচেলররা যোগাযোগ করুন’। মইন সাহেব নিজেও একজন ব্যাচেলর। যুবককালে মারাত্মক একটা ছ্যাঁকা খেয়ে আর তার বিয়ে করা হয়ে ওঠেনি। শুধু তাই না, বিবাহিত মানুষজনদের উপরও তার কেমন একটা বিদ্বেষ জন্মে গেছে। তার যত দরদ ব্যাচেলরদের প্রতি। মইন সাহেবের দোতলা এই বাড়ির নীচতলায় তিনি নিজেই থাকেন। উপরের দোতলার পাশাপাশি দুই ইউনিট ভাড়া দেন। বর্তমানে সেই দুই ইউনিটের একটি ভাড়া আছে চারটি ব্যাচেলর ছেলে। আরেকটি ইউনিটে ভাড়া আছে দুইটি ব্যাচেলর মেয়ে। মইন সাহেব তার বাড়ি দেখাশোনা করার জন্য একজন কেয়ারটেকার রেখেছেন। সেও ব্যাচেলর। আর রান্নাবান্নার জন্য যেই ছুটা বুয়াটা আসে, সেও ব্যাচেলর।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান