ধারাবাহিক নাটক ‘সোনার খাঁচা’। এনটিভিতে নাটকটি প্রতি সপ্তাহের মঙ্গলবার ও বুধবার সন্ধ্যা ৬.১৫ মিনিটে প্রচার হচ্ছে। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন- চঞ্চল চৌধুরী, তানজিকা আমিন, নাবিলা ইসলাম, আল মনসুর, ফজলুর রহমান বাবু, আ খ ম হাসান, শাহানাজ খুশি, শানু, আরফান আহমেদ, সজিব, হারুন, রাজা প্রমূখ। তৃণমূলের সবচেয়ে প্রাচীন সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম ইউনিয়ন পরিষদ। মানুষ যে কোন প্রয়োজনে তাদের আশ্রয়স্থল ভাবে এই পরিষদকে। প্রতিবার নির্বাচন আসে-মানুষ স্বপ্ন দেখে তাদের ভাগ্যের পরিবর্তন হবে। অনেক স্বপ্ন নিয়ে জনসাধারন পরিষদেও নেতা নির্বাচিত করে। কিন্তু পরিষদের চেয়ারে বসে সবাই যেন বদলে যায়। অধরাই থেকে যায় মানুষের স্বপ্ন। তাই অনেকে পরিষদের ঐ ভবনটিকে সোনার খাঁচা বলে সম্বোধন করে। তাদের সব স্বপ্ন যেন সোনার খাঁচায় বন্দি-কেউ সে খাঁচা ভাঙতে পারে না। আমাদের প্রস্তাবিত নাটকের কাহিনী গড়ে ওঠবে উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলের একটি ইউনিয়ন পরিষদকে ঘিরে। প্রতিদিন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সেখানে আসে। নানা রঙের মানুষ। ভিন্ন তাদের সমস্যা, প্রত্যাশা। এখানে যারা সেবাদানকারী আছেন; সেক্রেটারী, চৌকিদার, দফাদার, মেম্বার, মহিলা মেম্বার তাদের পরস্পরের সম্পর্ক দ্বন্দ্ব সংঘাত থেকে শুরু করে নানা টানাপোড়েনের কাহিনী কখনো হাস্যরসাত্মক আবার কখনো করুণ রসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হবে এই গল্পে।’
You must be logged in to post a comment.