ধারাবাহিক নাটক ‘সুপার সিক্স’। রচনা. সাগর জাহান ও পরিচালনা করেছেন ইমরান হোসেন ইমু। অভিনয়ে আখম হাসান, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, আনিসুর রহমান মিলন, আমিন খান, পিয়া হায়াত, আশা, আলভী প্রমুখ। চ্যানেল আইতে প্রতি রবি ও শুক্রবার রাত ৯.৩৫ মিনিটে প্রচার হচ্ছে।
You must be logged in to post a comment.