এনটিভিতে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘ভালোবাসার অলিগলি’। নাটকটি প্রতি সপ্তাহের সোমবার, মঙ্গলবার ও বুধবার রাত ৯.৩০ মিনিটে প্রচার হচ্ছে। সাগর জাহানের রচনা ও পরিচালনায় ধারাবাহিকটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, কচি খন্দকার, শামীমা নাজনীন, তানজিকা আমিন, ইশতিয়াক আহমেদ রুমেল, সাইদুর রহমান পাভেল, সোহেল তৌফিক, নায়মা আলম মাহা, সিনথিয়া ইসলাম, শাহরিয়ার শুভ প্রমূখ। ‘এই মুন্সিবাড়ির পত্তনের পর থেকে সব থেকে বিখ্যাত লোক ছিলো আলতাফ মুন্সি। যিনি এলাকার সবার কাছে আলতাফ চেয়ারম্যান নমে পরিচিত। প্রয়াত আলতাফের দুই ছেলে ফরিদ এবং শহীদ। বড় ছেলে ফরিদ বাবার সুনাম আর বউ রুকশানার কারণেই আজ কাউন্সিলর। কিন্তু এই দায়িত্ব পালন করতে তার ভালো লাগে না। তার ভালো লাগে সারাদিন বানার ভেতর শুয়ে বসে থাকতে। তার সমস্ত কাজ দক্ষতার সাথেই সামলায় স্ত্রী রুকশানা। যুবতিকালে এই রুকশানা অনেক সাহসী ছিলো। নিজের সাথে সবসময় লাইসেন্স করা পিস্তল রাখতো। ফরিদকেও নাকি সে এক রকম মাস্তানি করেই বিয়ে করেছে। ফরিদের ছোট ভাই শহীদ পেশায় ঠিকাদার। প্রভাব খাটিয়ে কাজ বের করে সাব কন্ট্রাকে সেই অন্যকে দিয়ে দেয়। ভাইয়ের অবর্তমানে তার কমিশনার হওয়ার কথা থাকলেও ভাবির কারণে পারছেনা। এলাকার একটু দূরে ছোট্ট একটা বাসায় থাকে দরিয়া। দরিয়ার পরিবারে অসুস্থ মা, বাবা নেই। দরিয়াই টিউশনি করে সংসার চালায়। সপ্তাহে না হলেও দুই দিন দরিয়ার বাড়িতে যায় শহীদ। তাদের সুখে দু:খে পাশে থাকার চেষ্টা করে। শহীদের দরিয়াকে ভালো লাগে। মহল্লার আরেক মেয়ে রাগিনীকেও ভালো লাগে শহীদের। অন্যদিকে ফরিদ-শহীদের একমাত্র বোন পায়রা। দরিয়া তাকে সেই ছোটবেলা থেকেই পড়ায়। পায়রার সবকিছুর ভেতরেই যেন কিছু একটা আছে।’
You must be logged in to post a comment.