‘জল থইথই ভালবাসা’ ধারাবাহিক শেষ। এতে অভিনয়ে দারুণ সাড়া পেয়েছেন অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায়। ব্যক্তিগত জীবনে ঝড় বইলেও কাজের কথা ভেবে চুপ থেকেছেন বলে জানালেন কলকাতার এই অভিনেত্রী। সম্প্রতি বিয়ে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ইপ্সিতা। অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের পথে টেলি অভিনেত্রী।
ভারতীয় পত্রিকা আনন্দবাজারকে বলেন, ‘সম্পর্ক থেকে বেরিয়ে আসা এত সহজ নয়। ভেঙে যাওয়ার পরেও রেশ থেকে যায়।’ তবে আগের থেকে অনেকটাই ভালো আছেন তিনি। নিজেকে বেশি করে সময় দিচ্ছেন।
বিয়ে বিচ্ছেদ প্রসঙ্গে ইপ্সিতার জবাব, ‘বিয়ের ছ’মাসের মাথায় বুঝতে পেরেছিলাম, অনেক কিছু ঠিক নেই। সমস্যা হচ্ছিল। তখনই সিদ্ধান্ত নিই আমরা, আইনি বিয়ে ভেঙে বেরিয়ে আসব। এরপর সমস্যার সূত্রপাত যাদের কারণে, তারা এগিয়ে আসে। আশ্বাস দেয়, পরিস্থিতি বদলে যাবে। আমরাও ঠিক করি, আরও একবার চেষ্টা করে দেখা যাক।’
সেই চেষ্টা আপ্রাণ করেছেন ইপ্সিতা। কিন্তু চিড় খাওয়া দাগটা রয়েই গেছে। হাজার চেষ্টা করেও মুছা সম্ভব হয়নি, জানালেন অভিনেত্রী।
এই সিদ্ধান্তের পরেই তাঁরা আলাদা থাকছেন। এদিকে দু’জনে একই ধারাবাহিকে অভিনয় করছেন তখন! অভিনেত্রীর ভাষ্য, ‘বাস্তবে বিচ্ছিন্ন। কিন্তু ধারাবাহিকে আমরা দেওর-বৌদি। ধারাবাহিকের কারণেই মুখ বন্ধ করে থেকেছি এত দিন। যাতে টিআরপিতে ছাপ না পড়ে। চ্যানেলের অনুষ্ঠানে জুটি বেঁধে নেচেছি। তার জন্য নিয়মিত একসঙ্গে মহড়া দিতে মনের ওপরে খুব চাপ পড়ত। বলতে পারেন, অভিনেত্রী হওয়ার মাসুল গুনেছি যেন!’
You must be logged in to post a comment.