ভারতীয় চলচ্চিত্র প্রযোজক-পরিচালক অভিনেতা বীরেন্দ্র বাবুকে অবশেষে গ্রেফতার করল পুলিশ৷ অভিনেতার বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ৷ তবে শুধু ধর্ষণ নয়, সেই ভিডিও রেকর্ড করে টাকা চাওয়ার মতোও অভিযোগ রয়েছে অভিনেতার বিরুদ্ধে৷
বছর ৩০-এর এক মহিলাকে ধর্ষণ করে, তাকে খুনের হুমকি দিচ্ছিলেন কন্নড়ের এই অভিনেতাকে৷ ধর্ষণের ভিডিও করে তা ফাঁস করে দেওয়ার হুমকিও দিতেন এবং তার বিনিময়ে টাকাও চাইতেন অভিনেতা৷ তবে ঘটনাটি এখনকার নয়৷ আজ থেকে প্রায় ২ বছর আগের পুরনো এই মামলায় শেষমেষ গ্রেফতার হলেন অভিনেতা৷ খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে ইন্ডাস্ট্রিতে৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা জানিয়েছেন, তিনি যখন অচৈতন্য অবস্থায় পড়েছিলেন সেই সুযোগ নিয়েই তাকে ধর্ষণ করে বীরেন্দ্রবাবু৷ তারপরই সেই ভিডিও রেকর্ড করে৷ ধর্ষণের ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েই ওই মহিলার কাছ থেকে ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেন তিনি৷ নির্যাতিতা ওই মহিলা জানিয়েছেন, বীরেন্দ্রবাবু তার সঙ্গে বন্ধুত্ব করে বাড়িতে ডাকেন এরপর কফিতে নেশার জিনিস মিশিয়ে দিয়ে ধর্ষণ করে গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেন৷ তবে একবার নয়, চলতি বছরের জুলাই মাসে ফের ফোন করে তাকে ডেকে পাঠান এবং মাথায় বন্ধুক ঠেকিয়ে তাকে রীতিমতো হুমকি দেন এবং টাকার দাবিও করেন৷
এই ঘটনার পরই পুলিশের দ্বারস্থ হয়ে এফআইআর দায়ের করেন৷ পুলিশি তদন্তের পরই গ্রেফতার করা হয়েছে অভিনেতাকে৷ এই প্রথমবার নয়, এর আগেও নির্বাচনের টিকিট দেওয়ার নাম করে ১.৮ কোটি টাকা তছরূপের অভিযোগ উঠেছিল অভিনেতার বিরুদ্ধে৷
You must be logged in to post a comment.