বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন

‘ধর্ম দেখে মানুষ বিচার করো না’, নওয়াজকে তার স্ত্রী

ফোরাম প্রতিবেদক / ১৬৯ জন দেখেছেন
আপডেট : ফেব্রুয়ারি ১১, ২০২৩
'ধর্ম দেখে মানুষ বিচার করো না', নওয়াজকে তার স্ত্রী
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

নওয়াজউদ্দিন সিদ্দিকি ও তার স্ত্রী আলিয়ার পারিবারিক বিবাদ যেন কিছুতেই থামছে না। প্রতিদিনই একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছেন। এবার সোশ্যাল মিডিয়া পেজ ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন আলিয়া। সেখানে সন্তানদের নিয়ে নওয়াজ-আলিয়ার মধ্যে বাকবিতণ্ডা একেবারে চরমে পৌঁছেছে।

আলিয়া তার ইনস্টা হ্যান্ডলে সেই ভিডিও শেয়ার করতেই তা ঝড়ের গতিতে ভাইরাল। গেটের বাইরে দাঁড়িয়ে কথা বলছেন নওয়াজ আর ঘরের ভেতর থেকে ক্ষোভ উগরে দিচ্ছেন স্ত্রী আলিয়া। কথোপকথনের ধরন অনেকটা ‘তু তু ম্যায় ম্যায়’ -এর মতো। নওয়াজ এক সন্তানকে নিজের কাছে রাখতে চাইছেন আর অন্যজনের দিকে তাকাচ্ছেনই না। এই বিষয়টি মেনে নিতে নারাজ আলিয়া। বাবা হিসাবে নওয়াজ এই কাজটা ভুল করছেন বলে বারবার তাকে সতর্ক করছেন তিনি।

আলিয়া বারবার বলছেন যে, তিনি নওয়াজের স্ত্রী হিসাবে দুই সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু নওয়াজের গলাতে অন্য সুর। আদালতে যাওয়ার ভয় দেখাচ্ছেন স্ত্রী আলিয়াকে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে লম্বা চওড়া একটি নোট লেখেন আলিয়া।

ইনস্টা পোস্টে আলিয়া লিখেছেন, ‘দীর্ঘ ১৮ বছর এই মানুষটার সঙ্গে থাকার জন্য আজ অনুতাপ হচ্ছে। ২০০৪-এ নওয়াজের সঙ্গে পরিচয়। তখন আমরা লিভ ইন সম্পর্ক ছিলাম। সেখানে আমরা আর নওয়াজের ভাই একসঙ্গে থাকতাম। শুরুটা বেশ ভালোই ছিল। আমি ভাবতাম ও আমাকে ভালোবাসে। সেই সময় নওয়াজের কাছে বিশেষ টাকাও ছিল না। আমি আর ওর ভাই সবটা সামলাতাম। এরপর ২০১০-এ আমরা বিয়ে করি। এক বছর পর প্রথম সন্তানের জন্ম দিই।’

আলিয়া আরও লেখেন, ‘ডেলিভারির সময় আমি ফ্ল্যাট বিক্রি করে দিয়েছিলাম। মায়ের দেওয়া ফ্ল্যাট বিক্রির টাকায় নওয়াজকে একটা গাড়ি কিনে দিয়েছিলাম। কিন্তু বছর খানেকের মধ্যেই ওর ভোলবদল। প্রাক্তন প্রেমিকা, স্ত্রী সবাইকে অপমান করে। আর এখন আমাকে করছে। এমনকি নিজের সন্তানদেরও ছাড়ছে না। একজন মানুষ এত নিম্নরুচির কী করে হয়? নওয়াজের স্ত্রী হিসাবে সকল প্রমাণ থাকার পরেও এই ধরনের ব্যবহার!’

নওয়াজের স্ত্রীর সংযোজন, ‘প্রথম সন্তান জন্মের পর নাকি নওয়াজ আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। এরপর আমরা লিভ ইন সম্পর্কে ছিলাম। তখন দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে। এই ধরনের অভিযোগ মেনে নেওয়া যায় না। যে কোনও ধর্মের মানুষ চিটার হতে পারে। যে সুন্দর পরিবেশে ছোট থেকে বড় হবে, সে কখনও এই ধরনের কাজ করবে না। আমি সকলকে একটাই অনুরোধ করব ধর্ম দেখে মানুষ বিচার করো না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান