হলিউড অভিনেত্রী জেনা রোল্যান্ডস মারা গেছেন। আলোচিত চলচ্চিত্র ‘দ্য নোটবুক’-এ অভিনয়ের জন্য তিনি ব্যাপক প্রশংসিত হয়েছিলেন। বুধবার (১৪ আগস্ট) ক্যালিফোর্নিয়ার নিজের বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। বয়স হয়েছিল ৯৪ বছর। খবর বিবিসির।
অভিনেত্রীর মৃত্যুর সময় তাঁর পাশে ছিলেন স্বামী রবার্ট ফরেস্ট ও কন্যা আলেকজান্দ্রা ক্যাসাভেটস। এ ছাড়া ছেলে নির্মাতা নিক ক্যাসাভেটস গত সপ্তাহ ধরে তাঁর মায়ের বাড়িতেই অবস্থান করছিলেন বলে জানা গেছে।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইন জানিয়েছে, বর্ষীয়ান অভিনেত্রী জেনা রোল্যান্ডসের মৃত্যুর কারণ এখনও প্রকাশ্যে আসেনি। তবে দীর্ঘদিন ধরে তিনি আলঝেইমার রোগে ভুগছিলেন।
প্রসঙ্গত, ২০১৫ সালে অভিনয় থেকে অবসর নেন অভিনেত্রী জেনা রোল্যান্ডস। তবে এর আগে তিনি চারটি এমি পুরস্কার, দুটি গোল্ডেন গ্লোব অর্জন করেন এবং দুইবার অস্কারে মনোনয়ন পেয়েছিলেন।
You must be logged in to post a comment.