পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ‘রইস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। এ সিনেমায় বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ সিনেমায় জুটি বেঁধে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। পাকিস্তানি এই অভিনেত্রী দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন।
রোববার (০১ অক্টোবর) দীর্ঘদিনের প্রেমিক সলিম করিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ৩৮ বছর বয়সী এ অভিনেত্রী। বিয়ের দুই দিন পর পাকিস্তানের তারকা অভিনেত্রী নিজেই ছবি প্রকাশ করলেন।
গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করেন তিনি। ছবিটি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘বিসমিল্লাহ’। এর আগে বিয়ের একটি ভিডিও পোস্ট করেছেন মাহিরা খান। সেখানে প্যাস্টেল লেহেঙ্গায় স্নিগ্ধ সাজে দেখা গেছে মাহিরাকে। কালো রঙের শেরওয়ানিতে পাওয়া গেছে সলিম করিমকে।
জানা গেছে, পাঞ্জাব প্রদেশের ছোট্ট শহর ভুর্বনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সেরেছেন তারা। বিয়ের পরপরই সামাজিকমাধ্যমে বর-কনের কয়েকটি ছবি ফাঁস হয়েছে। তবে ছবিগুলো খুব একটা স্পষ্ট ছিল না।
পাকিস্তানি টিভি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন মাহিরা। ফাওয়াদ খানের সঙ্গে ‘হামসফর’ ধারাবাহিকে অভিনয় করে বিশেষ খ্যাতি পান তিনি। ‘বোল’, ‘বিন রোয়ে’, ‘সাত দিন মহব্বত ইন’, ‘সুপারস্টার’সহ বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন মাহিরা।
You must be logged in to post a comment.