বছরে ১০টি ভারতীয় চলচ্চিত্র বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পেলে দেশের ছবির কোন সমস্যাই হবে না, বরং মানুষ আবার হলমুখী হবে বলে মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
এসময় তিনি আরো বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়ন হয়েছে শেখ হাসিনার হাত ধরে, আর বঙ্গবন্ধুই বাংলাদেশের চলচ্চিত্রের ভিত গড়েছেন। যত্রতত্র যেকোনো কিছুর নামের সাথেই বঙ্গবন্ধুর নাম ব্যবহার করা সমীচীন নয় বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী ।
আজ (বুধবার) দুপুরে সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিষদের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে বাক স্বাধীনতা ও গণতন্ত্র আছে বলেই সরকারের বিরুদ্ধে, রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি কথা বলতে পারে। যেটা পাশের দেশ ভারতেও সম্ভব নয়।
You must be logged in to post a comment.