বাংলাদেশে ভারতের সব টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন একজন আইনজীবী। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন আইনজীবী ইখলাস উদ্দিন।
রিটে ভারতীয় সব টেলিভিশন চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধের পাশাপাশি সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল চেয়েছেন আইনজীবী ইখলাস উদ্দিন।
রিটে তথ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ও বিটিআরসিকে বিবাদী করা হয়েছে।
সম্প্রতি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় গণমাধ্যমগুলো মিথ্যা তথ্য প্রচার করছে।
এছাড়াও ভারতে বাংলাদেশি টেলিভিশন চ্যানেলের সম্প্রচারের সুযোগ না দেওয়াসহ সাংস্কৃতিক কারণে দীর্ঘদিন ধরে স্টার জলসা, জি বাংলাসহ বিভিন্ন বিনোদনমূলক চ্যানেলের বিরুদ্ধে দেশে অনেককেই সোচ্চার দেখা গেছে।
You must be logged in to post a comment.