ঈদ আসবে আর বাংলার দর্শক সিনেমা হলে যাবে না তা কি আর হয়! প্রায় প্রতি বছর ঈদ উপলক্ষে দেশের বাজারে মুক্তি পায় নতুন নতুন চলচ্চিত্র। ঈদকে সামনে রেখে যেমন দর্শকরাও মুখিয়ে থাকেন, তেমনি নির্মাতা, প্রয়োজকদের মধ্যেও থাকে সিনেমার মুক্তি নিয়ে তোড়জোড়। আসছে ঈদুল আজহায় থাকছে না এর ব্যত্যিক্রম। এবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে তিনটি সিনেমা।
বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় ১০০ কোটি টাকার বাজেটের ‘দিন দ্য ডে’ রয়েছে মুক্তির অপেক্ষায়। অনন্ত জলিল ও বর্ষা অভিনীত এই সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা নির্মাতা মুর্তজা অতাশজমজম। সিনেমাটি আসন্ন ঈদুল আজহায় দেশের ১০০’র বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এবার ঈদে মুক্তির তালিকায় রয়েছে তরুণ নির্মাতা অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’। রোশান ও পূজা চেরি অভিনীত এই সিনেমাটি ৬০টি হলে মুক্তি দেওয়া হবে। এই ছবিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকীসহ অনেকেই।
ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় আছে রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’। ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ ও ইয়াশ রোহান।
You must be logged in to post a comment.