দেশের সিনেমা হলে আজ শুক্রবার (১৬ জুন) নতুন দুটি সিনেমা মুক্তি পেয়েছে; ‘ফিরে দেখা’ ও ‘ফুলজান’। ‘ফিরে দেখা’ পরিচালনা করেছেন বরেণ্য চিত্রনায়িকা রোজিনা। ২০১৯-২০ অর্থবছরে সিনেমাটির জন্য ৫০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন তিনি। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমাতে অভিনয় করেছেন রোজিনা নিজেও। এছাড়া আছেন ইলিয়াস কাঞ্চন, নিরব ও স্পর্শিয়া। দেশের ২২টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘ফিরে দেখা’।
নিজের প্রথম নির্মাণ নিয়ে রোজিনা বলেছেন, ‘দর্শক আমার অভিনীত অনেক ছবি দেখেছেন। এই প্রথম আমি পরিচালনা করেছি। শিল্পী-কুশলী সবাই আমাকে অনেক সহযোগিতা করেছেন, তাই তাড়াতাড়ি শেষ করতে পেরেছি। আমার প্রথম পরিচালিত ছবি; আশা করি দর্শকরা হলে গিয়ে দেখবেন।’
অন্যদিকে ‘ফুলজান’ মুক্তি পাচ্ছে ১৫টি সিনেমা হলে। এটি পরিচালনা করেছেন আমিনুল ইসলাম বাচ্চু। গ্রামীণ পটভূমিতে নির্মিত এই সিনেমাতে অভিনয় করেছেন মিষ্টি জান্নাত, সনি রহমান, রিয়াদ রায়হান, লিটন খন্দকার, জেসমিন জারা, আমিনুল ইসলাম বাচ্চু প্রমুখ।
মিষ্টি জান্নাত বলেন, ‘স্টার কাস্ট থাকতে হবে, এমন কোনও কথা নেই। এখন সিনেমার গল্পই সুপারস্টার। এই ছবির গল্পটাই আসল তারকা; আর আমি এটা ভেবেই কাজটি করেছি। গল্প যদি ভালো হয়, ছবি দর্শক গ্রহণ করবে।’
You must be logged in to post a comment.