সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৭:০১ অপরাহ্ন

দেয়ালের দেশে রাজ ও বুবলি

বিনোদন প্রতিবেদক / ১০৪ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ৩, ২০২৩
দেয়ালের দেশে রাজ ও বুবলি
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

সরকারি অনুদানের সিনেমা ‘দেয়ালের দেশ’-এর ফার্স্ট লুক মুক্তি পেয়েছে। যেখানে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ ও শবনম বুবলি। সেই সিনেমা গোপনে তারা শেষও করেছেন। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে সিনেমাটির পোস্টার অবমুক্ত করা হয়। ছবিতে অভিনয় করতে গিয়ে ভীষণ পরিশ্রম করতে হয় বুবলীকে। তিনি জানান, শুটিংয়ে যাওয়ার আগে নাকি দম বন্ধ হয়ে আসত তার।

‘দেয়ালের দেশ’ নির্মাণ করেছেন মিশুক মনি। গতকাল ২ সেপ্টেম্বর বুবলী-রাজকে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন নির্মাতা। সেখানে বুবলী জানান নিজের অভিজ্ঞতা।

বুবলী বলেন, “এই গল্পে অনেক গভীরতা আছে। আমার সঙ্গে যিনি কাজ করছেন শরিফুল রাজ, ভীষণ ভালো অভিনেতা; অনেক ডেডিকেটেড। আমাদের শুটিং টিমও অনেক হার্ডওয়ার্কিং। শ্বাসরুদ্ধকর একটা ব্যাপার ছিল বিশেষ করে আমার জন্য। যেটা আমি রিভিল করব না। টিজার বের হলে কিছুটা হলেও মানুষ বুঝতে পারবে। প্রত্যেকটা দিন শুটিংয়ে যাওয়ার আগে আমার নিশ্বাস বন্ধ হয়ে আসতো। এত স্ট্রাগলিংয়ের মধ্য দিয়ে কাজ করেছি।”

ছবিটি নিয়ে রাজ বলেন, “আমি আসলে অনেক প্রত্যাশা নিয়ে কোনও সিনেমায় কাজ করি না। কারণ আমার ব্যক্তিগত একটা জার্নি হয় সিনেমার সঙ্গে। নতুন সহশিল্পী, ডিরেক্টর পাই। এটা আমার কাছে বেশ ভালো লাগার। এই সিনেমায় যেই মানুষটা আমাকে অনেক বেশি হেল্প করেছে, যার জন্য আমি নিজের চরিত্রটা আরও ধারণ করতে পেরেছি, তিনি বুবলী। তার ক্যারকেটার অনেক চ্যালেঞ্জিং। ও আমাকে সাপোর্ট না দিলে আমি হয়ত দারুণভাবে কাজটা করতে পারতাম না।”

২০২১ সালে অনুদান পেয়েছিল ‘দেয়ালের দেশ’। এতে রাজ-বুবলী ছাড়া আরও অভিনয় করেছেন জিনাত সানু স্বাগতা, শাহাদাত হোসেন, আজিজুল হাকিম, সমাপ্তি মাশুক, সাবেরী আলম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান