দেব-রুক্মিনীর প্রেমের কাহিনি তো এখন সবার জানা। কোনো রাখঢাক নেই। তারকারা সাধারণত এসব বিষয় গোপন রাখতেই পছন্দ করেন। তবে এক্ষেত্রে তারা ব্যতিক্রম।
তবে প্রথম দিকে মা-বাবার কাছে প্রকাশ করেননি। ডুবে ডুবে জল খাচ্ছিলেন। কিন্তু যখন ফাঁস হয়ে যায়, তখন বাড়িতে হুলস্থুল কাণ্ড ঘটে। নিজেই সেদিনের ঘটনার কথা জানিয়েছেন এ নায়িকা।
সম্প্রতি এক পডকাস্ট শোয়ে দেবের সঙ্গে প্রেম নিয়ে মনের আগল খুলেছেন রুক্মিনী। সেখানে সঞ্চালকের প্রশ্নে তিনি জানান যে, সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর মায়ের হাতে চড় খেতে হয়েছে। এ নিয়ে কটাক্ষও করা হয়।
মডেলিংয়ের মাধ্যমে রুক্মিনীর ক্যারিয়ার শুরু। ২০১৭ সালে দেব প্রযোজিত ও অভিনীত ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক হয় তার। প্রথম ছবিতেই এ জুটিকে সাদরে গ্রহণ করে দর্শক। তখন থেকেই তাদের প্রেমের চর্চা শুরু হয়।
এখন অনুরাগীদের প্রশ্ন, কবে সাত পাকে বাঁধা পড়বেন দেব-রুক্মিনী? তবে আপাতত বিয়ের পরিকল্পনা নেই তাদের। এভাবেই দিব্যি ভালো আছেন তারা। তাই প্রেমটাকেই উপভোগ করতে চান আরও কয়েক বছর।
You must be logged in to post a comment.