এই মুহুর্তে কলকাতায় সবচেয়ে আলোচিত নায়িকা হলেন রুক্মিণী মৈত্র। এ নায়িকাকে সবসময় শুধু দেবের সঙ্গে দেখা যেতো সিনেমার পর্দায় ও বাস্তব জীবনেও। তবে এবার দেবকে রেখে সুপারস্টার জিতের সঙ্গে দেখা যাবে এ নায়িকাকে।
হিন্দুস্তান টাইমস বাংলার খবর অনুযায়ী, এই প্রথমবার জিতের সঙ্গে কাজ করতে চলেছেন রুক্মিণী। সম্প্রতি নতুন সিনেমা বুমেরাং এর শুভ মহরত হয়ে গেল। মহরতের দিন রুক্মিণী একটি ক্রিম রঙের শাড়ির সঙ্গে হালকা সোনার গয়নায় সেজেছিলেন। অন্যদিকে জিতের পরনে ছিল মাল্টি কালারের একটি শার্ট এবং জিন্স।
সম্প্রতি রুক্মিণী নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেন। যেখানে এক পাশে তিনি দাঁড়িয়েছে আছে দেবের পাশে, অন্যদিকে দাঁড়িয়েছেন জিতের সঙ্গে।
এই ছবিতে জিৎ এবং রুক্মিণী ছাড়াও দেখা যাবে সত্যম ভট্টাচার্য, দেবচন্দ্রিমাকে। এটা দেবচন্দ্রিমার প্রথম ছবি হবে। রুক্মিণী এই ছবিতে সত্যমের বিপরীতে অভিনয় করবেন। তাকে এর আগে সাহেবের চিঠি, সাঁঝের বাতি, ইত্যাদি ধারাবাহিকে দেখা গিয়েছে।
You must be logged in to post a comment.