মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন

‘দেওরা’ পৌঁছে গেছে আফ্রিকায়ও!

ফোরাম প্রতিবেদক / ৯৪ জন দেখেছেন
আপডেট : মে ১৯, ২০২৩
'দেওরা' পৌঁছে গেছে আফ্রিকায়ও!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনের পঞ্চম গান ‘দেওরা’ গত ৭ই মে অন্তর্জালে উন্মুক্ত করা হয়। এরপর থেকেই গানটি রীতিমতো শাসন করছে ইউটিউব। মাত্র ১১ দিনেই এর ভিউ ছাড়িয়েছে ২১ মিলিয়ন! এত অল্প সময়ে প্ল্যাটফর্মটির কোনও গান এই মাইলফলকে যেতে পারেনি।

এদিকে শুধু বাংলাদেশে নয়, ‘দেওরা’র আবেদন ছড়িয়ে গেছে আরও বহু দেশে। প্রতিবেশী দেশ ভারত থেকে বিপুল সাড়া পাচ্ছে গানটি। এমনকি এই গান পৌঁছে গেছে দূর আফ্রিকার দেশ তানজানিয়ায়ও! সেখানকার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কিলি পল ‘দেওরা’র সঙ্গে ঠোঁট মিলিয়েছেন। টিকটকে তার ওই কনটেন্ট মাত্র এক দিনেই ১২ লাখের বেশি ভিউ হয়েছে। এছাড়া গানটি নিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে হাজারও রিলস-ভিডিও প্রতিনিয়ত তৈরি হচ্ছে। যেটা সহজেই প্রমাণ করে, অন্তর্জালে কতখানি ঝড় তুলেছে গানটি।

কোক স্টুডিও বাংলার দুটি সিজন মিলিয়ে সর্বোচ্চ ভিউপ্রাপ্ত গান ‘ভবের পাগল’। নিগার সুমি ও র‍্যাপ ব্যান্ড ‘জালালি সেট’র যৌথ পরিবেশনার এই গানের ভিউ ২৪ মিলিয়ন। তবে এটি প্রকাশ হয়েছিল এক বছর আগে। অন্যদিকে ‘দেওরা’ মাত্র ১১ দিনেই ২১ মিলিয়ন ছাড়িয়ে গেছে! কেবল কোক স্টুডিও বাংলা নয়, যেকোনও বাংলা গানের ক্ষেত্রেই এমন ঘটনা বিরল।

‘দেওরা’ গানটির কথা লিখেছেন ফজলু মাঝি ও প্রীতম হাসান। এতে প্রীতমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইসলামউদ্দিন পালাকার ও ফজলু মাঝি। সঙ্গে রয়েছেন আরমীন মুসা ও তার কয়্যার দল ‘ঘাসফড়িং’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান