টলিউডের অন্যতম চর্চিত জুটি যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। একসঙ্গে থাকা, সন্তানের জন্ম, পারস্পরিক সমাজমাধ্যমে পোস্ট—সব মিলিয়ে তাঁদের সম্পর্ক বহুদিন ধরেই আলোচনার কেন্দ্রে। তবে সম্প্রতি সেই সম্পর্কে ভাঙনের আঁচ এসেছিল।
সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেছিলেন যশ ও নুসরত। শুধু তাই নয়, নিজেদের সন্তানদের নিয়ে আলাদা শহরে সময় কাটিয়ে এসেছেন দু’জনেই। নুসরত গিয়েছিলেন বোনের সঙ্গে পাহাড়ে, সঙ্গে ঈশান। অন্যদিকে যশ গিয়েছিলেন সমুদ্রতটে, প্রথম পক্ষের ছেলেকে নিয়ে।
এমনকী সমাজমাধ্যমে বিচ্ছেদের ইঙ্গিতপূর্ণ পোস্ট ভাগ করেছিলেন তারকা জুটি। সেখান থেকেই সন্দেহ ছড়ায়। এমনকী উঠে এসেছিল দু’জনের মাঝে তৃতীয় ব্যক্তির কথাও। এদিকে, একে অপরের সঙ্গে দূরত্ব নিয়ে এতদিন মুখ খোলেননি যশ-নুসরত। তবে এবার সবার সামনে সত্যিটা জানিয়ে দিলেন। বিচ্ছেদ নয়, একসঙ্গে আছেন তাঁরা। সমাজমাধ্যমে এমনটাই ইঙ্গিত দিলেন তারকা জুটি।
সম্প্রতি, সমাজমাধ্যমে একটি রিল ভাগ করেছেন নুসরত। লাল ওয়াটার ড্রপ নেক গাউনে দারুণ মানিয়েছে অভিনেত্রীকে। ওই রিল নুসরত পোস্ট করা মাত্রই যশের কমেন্ট, ‘কৃতিত্ব কে দেবে?’ সঙ্গে সঙ্গে নুসরত লেখেন, ‘তোমার আগের ভিডিওতে আমিও কোনও কৃতিত্ব পাইনি। এমনকী আমার জ্যাকেটের জন্যও নয়।’ পাল্টা জবাবে যশ লেখেন, ‘ও তার মানে তুমি কৃতিত্ব দেবেনা এত সুন্দর ভিডিও তুলে এডিট করে দেওয়ার জন্য! যাইহোক, তোমার জ্যাকেটে আমায় বেশ সুন্দর দেখাচ্ছিল।’
যশ-নুসরতের মিষ্টি খুনসুটিতে নেটিজেনদের বুঝতে বাকি থাকেনি যে, তাঁরা দূরত্ব মিটিয়ে আবারও কাছাকাছি এসেছেন। অনুরাগীরা নুসরতের ওই পোস্টে দু’জনকেই শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।
You must be logged in to post a comment.