ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। ইতোমধ্যে ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি। অভিনেতা এবার র্যাম্পে হেঁটে আলোচনায় এলেন। সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’ অনুষ্ঠানে ভিন্ন লুকে হাজির হন শাকিব খান।
তার সঙ্গে র্যাম্পে হেঁটেছেন বিদ্যা সিনহা মিম, পরীমনি, পূজা চেরী, সাবিলা নূর, তানজিন তিশা ও নায়ক ইমন। অনুষ্ঠানে শাকিব খানের সঙ্গে একই মঞ্চে দেখা গেছে চিত্রনায়িকা পূজা চেরীকে।
‘গলুই’ সিনেমার পর তাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। অনেকেই বলছেন, র্যাম্পের মঞ্চে শাকিব খানের সঙ্গে পূজার সম্পর্ক স্বাভাবিক হয়েছে। যদিও এ বিষয় এখনো পর্যন্ত শাকিব-পূজা দুইজনের কেউই মুখ খোলেননি।
You must be logged in to post a comment.