দুর্ঘটনার আহত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। হাসপাতালে ভর্তি হতে হয়েছে অভিনেত্রীকে। আপাতত তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। হাসপাতালের বেডে শুয়ে একটি ছবি শেয়ার করেছেন তিনি। অন্য ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
মৃদু স্বরে কোনও রকমে কথা বলতে পারছেন তিনি। এত কিছুর মধ্যেও চিকিৎসকদের ‘ডক্টরস ডে’র শুভেচ্ছা জানাতে ভোলেননি অভিনেত্রী।
শ্রীলেখাকে দেখে চিন্তিত অনুরাগীরা। তিনি জানিয়েছেন, বাইপাস লাগোয়া একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আচমকা দুর্ঘটনায় আহত তিনি। অস্ত্রোপচার হবে বলে এর থেকে বেশি কিছু জানাতে পারেননি শ্রীলেখা। তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুন, এটাই কামনা অনুরাগীদের।
হাতে সেলাইন লাগানো হয়েছে। হাসপাতালের পোশাকে বিছানায় শুয়ে আছেন তিনি। অনুরাগীদের জানিয়েছেন, ছোট্ট দুর্ঘটনা ঘটে গিয়েছে। তাই ছোট্ট অস্ত্রোপচারের প্রয়োজন। চিকিৎসকেরা যত্ন নিয়ে দেখভাল করছেন। আশা করা যাচ্ছে, দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
এদিকে দুর্ঘটনার খবর ছড়াতেই শ্রীলেখার দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর অসংখ্য ভক্ত। অভিনেত্রী পথ দুর্ঘটনার শিকার? নাকি নিজের বাড়িতেই কিছু ঘটে গিয়েছে? সে বিষয়ে এখনও জানা যায়নি।
তিনি এখন কোথায় চিকিৎসা নিচ্ছেন সে বিষয়েও বিস্তারিত কিছু জানানো হয়নি।
You must be logged in to post a comment.