মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৮ অপরাহ্ন

দুই বাংলার বড় পর্দার ২টি সিনেমায় চঞ্চল চৌধুরী

বিনোদন প্রতিবেদক / ১০১ জন দেখেছেন
আপডেট : ডিসেম্বর ৯, ২০২৩
দুই বাংলার বড় পর্দার ২টি সিনেমায় চঞ্চল চৌধুরী
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

একটি চলচ্চিত্রের পেছনে যুক্ত হলো দুই দেশ ও বড় তিনটি প্রতিষ্ঠান। দুই বাংলার চলচ্চিত্রের কোলাবোরেশান নিয়ে আলফা আই, চরকি ও ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ফিল্মস এবার এক হয়েছে। তাদের প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে বড় পর্দার ২টি সিনেমা।

আর তার একটিতে মুখ্য ভূমিকায় থাকছেন চঞ্চল চৌধুরী। সেই সিনেমাটি ঘোষণা এলো আজ অর্থাৎ ৯ ডিসেম্বর। রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে বিকেল ৫টায় আয়োজন করা হয় এক প্রেস কনফারেন্সের। আগামী ১১ ডিসেম্বর আসবে আরেকটি সিনেমার ঘোষণা।

খানিকটা দম নিয়ে নির্মাণে ফিরছেন আলোচিত ও জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি। ‘দম’ শিরোনামে সেই সিনেমায় মূল ভূমিকায় দেখা যাবে সময়ের ও দুই বাংলার পরিচিত তারকা চঞ্চল চৌধুরীকে।

পরিচালক রেদওয়ান রনি বলেন, ‘সত্য ঘটনা আমাকে সব সময়ই অনুপ্রাণিত করে। অনেক বছর পর চলচ্চিত্র নির্মাণের ক্ষুধা মেটানোর জন্য এই গল্পটাই আমাকে তাড়িত করছিল। সাধারণ মানুষের ভয়াবহ মানসিক শক্তি তাকে যে কোনো ভয়ংকর বিপদ থেকে বাঁচিয়ে তুলতে পারে নিমিষেই। দম চলচ্চিত্রে এই গল্পটাই বলার চেষ্টা করছি।’

এই ছবিতে অভিনয় প্রসঙ্গে চঞ্চল বললেন, ‘রনির সাথে ব্যক্তিগত সম্পর্কটা অনেক দিনের। সে একসময় নিয়মিত নির্মাণ করেছে। কিছুদিন নিজে নির্মাণ না করলেও নির্মাণ প্রক্রিয়ার মধ্যেই ছিল। এবারের সিনেমার গল্প যখন রনি আমাকে শুনিয়েছেন, তখন আমি হতবাক হয়েছি। অসাধারণ একটা গল্প। আমার চরিত্রটা বেশ চ্যালেঞ্জের। সেই সাথে অনেক আয়োজন ও বিগ ক্যানভাসের সিনেমা দম।’

তিনি আরো বলেন, ‌‌‘আমার সবচে বেশি ভালো লাগছে একই সাথে চরকি, এসভিএফ, আলফা-এর মতো বড় প্রযোজনা প্রতিষ্ঠান আমাদের এই সিনেমার সাথে আছে। এই সিনেমাটা দুই বাংলা মিলিয়ে নতুন কোনো দিগন্তের সূচনা করবে।’

অনুষ্ঠানে এসভিএফের ডিরেক্টর ও কো-ফাউন্ডার মহেন্দ্র সোনি বলেন, ‘চলচ্চিত্র নির্মাণে উদ্যোগী হয়ে বাংলাদেশের বিনোদন শিল্পের সাথে আমাদের সম্পর্ককে আরও গভীর করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে এসভিএফ।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, পরিচালক সৈয়দ আহমেদ শাওকী, চরকির কর্মকর্তাসহ সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান