দীর্ঘ বিরতি কাটিয়ে ‘ঈশা খাঁ’ ছবি দিয়ে বড়পর্দায় ফিরেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। শুক্রবার (৩০শে সেপ্টেম্বর) দেশের ১৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ডায়েল রহমান পরিচালিত এই ছবি। ছবিতে ঈশা খাঁর চরিত্রে অভিনয় করেছেন ডিএ তায়েব। তার বিপরীতে ছিলেন অপু বিশ্বাস।
মোগল শাসন আমলে সরাইলের জমিদার, ভাটি অঞ্চলের শাসক ও বারো ভূঁইয়া তথা প্রভাবশালী বারোজন জমিদারের প্রধান ছিলেন ঈশা খাঁ। সেই সময়ের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত হয়েছে ‘ঈশা খাঁ’।
বুবলী-অপুর পর শাকিবের জালে কোন নায়িকা !
এই সিনেমায় তায়েব ও অপু বিশ্বাস ছাড়াও আরও অভিনয় করেছেন রেবেকা, ডন, তামান্না প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে এসজি প্রোডাকশন।
You must be logged in to post a comment.