বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২০ অপরাহ্ন

‘দিন দ্য ডে’ দেখে যা বললেন অনিমেষ আইচ

ফোরাম প্রতিবেদক / ২৫৯ জন দেখেছেন
আপডেট : জুলাই ১৪, ২০২২
‘দিন দ্য ডে’ দেখে যা বললেন অনিমেষ আইচ
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ঈদে বড় পর্দায় মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। এরমধ্যে মুক্তির আগে সবচেয়ে আলোচনায় ছিলো অনন্ত জলিল অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘দিন দ্য ডে’। ব্যয়বহুল বাজেটে নির্মিত এই ছবিটি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন দর্শকরা। এবার সিনেমাটি দেখে নিজের ভালো লাগার অনুভূতির কথা জানিয়েছেন ‘ভয়ঙ্কর সুন্দর’ সিনেমার নির্মাতা অনিমেষ আইচ।

ঈদের দিন সিনেমা হলে মুক্তি পাওয়া ‘দিন দ্য ডে’ দেখেছেন অনিমেষ আইচ। সিনেমাটি দেখে বুধবার দুপুরে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন ‘জিরো ডিগ্রি’র এই নির্মাতা।

জানালেন,‘যারা বলিউডের অ্যাকশন সিনেমা দেখতে ভালোবাসেন, তাদের জন্য ‘দিন দ্যা ডে’ হতে পারে দারুণ উপভোগ্য। এমন লোকেশন আর ধুন্ধুমার অ্যাকশন এর আগে কোন বাংলা ছবিতে দেখা যায় নি।

নির্মাতা বলেন, ‘আমি যেদিন বসুন্ধরা সিনেপ্লেক্সে সিনেমাটি দেখলাম, সেদিন ছিলো উপচে পরা ভীড়। সব ধরনের সিনেমাই হওয়া উচিত। ঈদের অন্য সিনেমা দেখি নাই, কিন্তু ‘দিন দ্য ডে’ আমার ভালো লেগেছে।’

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিতে অনন্ত জলিলের নায়িকা বর্ষা। এছাড়াও লেবানন, ইরান ও আফগানিস্তানের অভিনেতারা এই ছবিতে অভিনয় করেছেন। ছবিটির বাংলাদেশ শুটিং অংশের প্রযোজক অনন্ত জলিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান