বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন

দিনে ঘরের বউ-রাতে স্পাই!

ফোরাম প্রতিবেদক / ১০৩ জন দেখেছেন
আপডেট : এপ্রিল ৩, ২০২৩
দিনে ঘরের বউ-রাতে স্পাই!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিনোদন ডেস্ক: দিনে বউ-রাতে স্পাই! আবারও এক বাঙালি নারীর জয়জয়কার, এমনই এক চরিত্রে দেখা যেতে চলেছে বাঙালি অভিনেত্রী রাধিকা আপ্তেকে। সম্পূর্ণ ভিন্ন এক চরিত্র, অভিনেত্রীকে দেখে বাহ বাহ করছে নেটপাড়া।

চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় এর আগে অনেক করেছেন। কিন্তু এবার একদম অন্যরূপে দেখা যেতে চলেছে। একজন বাঙালি রমণীর চরিত্রে স্ক্রিনে ঝড় তুলতে প্রস্তুত রাধিকা। টিজার শেয়ার করে সমাজমাধ্যমে লিখলেন, ‘হোম মেকার নাকি বোন ব্রেকার’? এপ্রিলেই রিলিজ করতে চলেছে এই ছবি।

কিন্তু আনন্দের কথা এখানেই যে বাঙালি শিল্পীদের অনেককেই দেখা যাবে এই সিনেমায়। ছবির নাম ‘মিসেস আন্ডারকভার’। নামেই বোঝা যাচ্ছে একজন গুরুতর স্পাইয়ের ভুমিকায় তাকে দেখা যেতে চলেছে।

ছবিতে রাধিকার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়। রাধিকার শ্বশুরের ভুমিকায় দেখা যাবে বিশ্বজিৎ চক্রবর্তীকে। এছাড়াও, রাজেশ শর্মা, সুমিত ভিয়াসকে দেখা যাবে এই ছবিতে। সিরিজ পরিচালনা করেছেন আবির সেনগুপ্ত।

উল্লেখ্য, অভিনেত্রীকে এই চরিত্রে দেখার পর থেকেই উত্তেজনা তুঙ্গে অনুরাগীদের। তাদের কথায়, ফ্যামেলি ম্যান ফিমেল। আবার কেউ বললেন, বাংলার অভিনেতাদের দিকে তাকিয়ে, খুব উত্তেজিত। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষেই এই ফার্স্ট লুক প্রকাশ্যে এনেছিলেন রাধিকা। এপ্রিলে শুভমুক্তি, এখন বাঙালি গৃহবধূর চরিত্রে কত নম্বর নিয়ে উত্তীর্ণ হন সেটাই দেখার।

https://www.instagram.com/p/CqPaDZUI8Ae/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান