বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন

দারুণ কিছু হবে: পরী মণি

বিনোদন প্রতিবেদক / ৫৫ জন দেখেছেন
আপডেট : ডিসেম্বর ৫, ২০২৩
কলকাতার ছবি দিয়ে ফিরছেন পরী
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ব্যক্তিগত নানা কারণে মন ভালো নেই চিত্রনায়িকা পরী মণির। গেল ২৩ নভেম্বর দিবাগত রাতে মারা যান তাঁর নানা শামসুল হক গাজী। নানির কবরের পাশে তাঁকে সমাহিত করেছেন নায়িকা। নানাকে হারিয়ে অনেকটাই একা হয়ে পড়েছেন এই অভিনেত্রী। যা স্পষ্ট তাঁর একাধিক ফেসবুক পোস্টে। এর মধ্যে গত রোববার (৩ ডিসেম্বর) পরী তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আগামীকাল দারুণ কিছু হবে, ইনশাআল্লাহ। দোয়া করবেন।’

বিষয়টি জানতে যোগাযোগ করলে পরী বলেন, ‘নতুন কোনো সিনেমা কিংবা ওয়েব ফিল্ম নয়, নতুন একটি বিজ্ঞাপন করতে যাচ্ছি। তাও আবার তিন বছর পর। মডেলিং দিয়ে খুব দ্রুত দর্শকদের কাছাকাছি যাওয়া যায়। মানুষের কাছ থেকে দ্রুত রেসপন্সও পাওয়া যায়। এ জন্য অনেক বেশি উচ্ছ্বসিত। অনেক বেশি ভালোলাগা কাজ করছে।’

সোমবার (৪ ডিসেম্বর) নতুন বিজ্ঞাপনের কাজে চুক্তিবদ্ধ হয়েছেন পরী। যার কাজও শুরু হবে শিগগিরই।

অন্যদিকে, পরী অভিনীত নতুন সিনেমা ‘ডোডোর গল্প’ ও একটি ওয়েব ফিল্মের শুটিং শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা সময় লাগছে।

স্বজন হারানো ও নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে পরী বলেন, ‘যার যায়, সেই বোঝে কেমন লাগে। আমার সবচেয়ে আপনজন, সবচেয়ে কাছের মানুষটি আর থাকল না। নানা ছিলেন আমার জীবনে বাতিঘরের মতো। শিক্ষক মানুষ ছিলেন। সারাজীবন আলো ছড়িয়েছেন। আলোকিত করেছেন সমাজ। আমার সবচেয়ে বড় ও একমাত্র অভিভাবক ছিলেন নানা। তাঁকে হারিয়ে অনেক বড় কিছু হারালাম আমি। নানাকে হারিয়ে ঘরটা শূন্য শূন্য লাগে। নানা নেই—এটা ভাবতেই কেমন যেন লাগে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান