শনিবার, ২২ মার্চ ২০২৫, ০২:১০ অপরাহ্ন

‘দামাল’ এর রাজ-রাফীদের পেয়ে বীরকন্যাদের উচ্ছ্বাস

ফোরাম প্রতিবেদক / ২৩০ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২২
‘দামাল’ এর রাজ-রাফীদের পেয়ে বীরকন্যাদের উচ্ছ্বাস
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী বাংলাদেশ ফুটবল দল এসেছিল চ্যানেল আইতে। বুধবার তাদের সংবর্ধনা দেয় চ্যানেল আই কর্তৃপক্ষ। দুপুর ১২টার দিকে চ্যানেল আই চত্বরে বাস থেকে শুরুতে ট্রফি হাতে নামেন আঁখি, সানজিদারা।

পরে একে একে বাকি ফুটবলারদের সঙ্গে নেমে আসেন কোচ গোলাম রাব্বানি ছোটন। নারী ফুটবলারদের উত্তরীয় পরিয়ে ও ফুল ছিটিয়ে বরণ করে নেয়া হয়। বরণ অনুষ্ঠানে ছিলেন চ্যানেল আইয়ের দুই পরিচালক শাইখ সিরাজ ও জহির উদ্দিন মাহমুদ মামুন। বীরকন্যাদের বরণ অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের উর্ধ্বতন কর্তারা।

‘ডেডপুল ৩’-এ ‘উলভারিন’ রূপে ফিরবেন হিউ জ্যাকম্যান

এই অনুষ্ঠানে যোগ দেন শরিফুল রাজ ও পরিচালক রায়হান রাফীদের টিম ‘দামাল’। যেহেতু ‘দামাল’ ইমপ্রেসে টেলিফিল্মের ছবি, তাই তাদের সঙ্গে এক হয়ে বীরকন্যাদের সংবর্ধনা, কেক কাটা-সহ হরেক আয়োজনে অংশ ‘দামাল’র পরিচালক রায়হান রাফী, অভিনেতা শরিফুল রাজ, রাশেদ মামুন অপু, সুমিত সেনগুপ্তসহ অনেকে।

উপস্থিত নারী ফুটবলাররা ২৮ অক্টোবর মুক্তি পেতে যাওয়া ‘দামাল’ টিমকে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন, সেলফি তোলেন!

সাফ চ্যাম্পিয়নশিপে নারীদের বীরত্ব দেশবাসী দেখেছে। ‘দামাল’র মাধ্যমে স্বাধীন বাংলা ফুটবলের ‘বীরত্ব’ দেখতে পাবে দর্শক, এমনটাই জানান পরিচালক রায়হান রাফী।

তিনি বলেন, মেয়েরা যখন টুর্নামেন্টে জয়লাভ করে তখন অবাক হয়ে ভাবছিলাম এমন বীরত্ব গাঁথার কিছু দৃশ্যে ‘দামাল’ ছবিতেও আছে। কয়েক বছর আগে ফরিদুর রেজা সাগর ভাই যখন আমাকে গল্পটা জানান সেই গল্পটাই যে সত্য হবে ধারণা ছিল না।

কলকাতায় সমালোচক পুরস্কার জিতলো ‘পায়ের তলায় মাটি নাই’

সাফ চ্যাম্পিয়নশিপে মেয়েরা যেমন খেলেছে, রাফী জানান, দামাল ছবিতেও এসব মেয়েদের চরিত্রের মতো কেউ না কেউ অভিনয় করছে। তাই দামাল দেখতে সবাইকে আহ্বান জানান সময়ের সবচেয়ে আলোচিত এই চলচ্চিত্র নির্মাতা।

‘দামাল’ ছবিতে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়কের চরিত্রে অভিনয় করেন শরিফুল রাজ। তিনি বলেন, এটা ঐতিহাসিক এক ছবি। দামাল দেখলে দর্শক যেমন সারপ্রাইজ হবে, সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী মেয়েরা দেখলে তাদের অনেককিছু রিলেট করতে পারবে। আমি বিশ্বাস করি, দামালের মাধ্যমে আগের মতো মানুষের মধ্যে আবার ফুটবল উন্মাদনা ফিরে আসবে।

১৯৭১ সালের স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক একটি ঘটনাকে কেন্দ্র করে শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের মূল গল্পে ‘দামাল’ বানিয়েছেন পোড়ামন ২, পরাণ খ্যাত পরিচালক রাফী।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘দামাল’ ছবিতে মিম-রাজ ছাড়াও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাসির উদ্দিন খান, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, সৈয়দ নাজমুস সাকিব, পূজা ও বৃষ্টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান