বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন

দশ বছরেই প্রেমে পড়েন অরিজিৎ সিং!

ফোরাম প্রতিবেদক / ৩৯৪ জন দেখেছেন
আপডেট : জুন ২৬, ২০২২
দশ বছরেই প্রেমে পড়েন অরিজিৎ সিং!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বর্তমান সময়ে ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পীদর অন্যতম একজন অরিজিৎ সিং। তাকে নিয়ে আগ্রহের শেষ নেই তার অনুরাগীদের। তাদের জন্য নতুন খবর, দশ বছর বয়সেই নাকী প্রথম প্রেমে পড়েছিলেন তিনি। আজও তার স্মৃতিতে রয়েছে সেই নিষ্পাপ প্রেমকাহিনি। জানা যায়, বয়সে বড় শিক্ষিকার প্রেমে পড়েছিলেন তিনি।

গান গেয়েই নাকী শিক্ষিকাকে মনের কথা শুনিয়েছিলেন। মুম্বাইয়ের এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে প্রথম প্রেম নিয়ে কথা বলতে গিয়ে এমন তথ্য দেন অরিজিৎ।

তার কথায় জানা যায়, তখন তিনি ক্লাস ফাইভের ছাত্র মাত্র। পরীক্ষার হলে গার্ড দিতে এলে শিক্ষিকাকে দেখে লেখা ভুলে তার উদ্দেশে গেয়েছিলেন প্রেমের গান- ‘ভুল ভেঙে যাবে যে দিন/ তুমি আমারই হবে/ তুমি আমারই হবে সে দিন’।

এখনও না কি দেখা হলে প্রথম ভালো লাগার কথা ‘ম্যাম’-কে মনে করিয়ে দিতে ভোলেন না এই জনপ্রিয় গায়ক। ওই গানই তার সব থেকে প্রিয় গান। মাঝেমাঝেই গুনগুন করেন আর তখনই মনে পড়ে ছোটবেলার প্রথম প্রেমের কথা।

এরপর বার বার প্রেমে পড়েছেন অরিজিৎ। এর মধ্যে রূপরেখা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গুঞ্জন ছিল সব থেকে বেশি। রূপরেখার সঙ্গে তার সম্পর্ক নাকি বিয়ের পিঁড়ি অবধিও গড়িয়েছিল। যদিও রূপরেখা এই খবর মিথ্যে বলে জানিয়েছিলেন।

ছোটবেলার বন্ধু কোয়েলকে বিয়ে করে এখন সুখের দাম্পত্য কাটাচ্ছেন অরিজিৎ। কিন্তু ভুলতে পারেননি তার প্রথম প্রেম। সূত্রঃ আনন্দবাজার অনলাইন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান