ফরিদপুর শহরের বনলতা সিনেমা হলে দর্শকদের সাথে বসে ‘বীরত্ব’ সিনেমা উপভোগ করেছেন চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণ ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন। এ সিনেমাটিতে নিপুণ ও ইমন প্রধান চরিত্রে অভিনয় করেছেন।
বুধবার (২১শে সেপ্টেম্বর) সন্ধ্যায় সাইদুল ইসলাম রানা পারিচালিত ছবিটি দেখেন দুই অভিনেতা। সাথে ছিলেন ছবিটির পরিচালকও।
স্টার সিনেপ্লেক্সে অপারেশন সুন্দরবনের জমকালো প্রদর্শনী
এসময় নিপুণ বলেন, ‘ছবির একটা অংশ নারী পাঁচার নিয়ে, যেখানে পাচারের পর মেয়েদের পতিতা পল্লীতে বিক্রি করে দেওয়া হয়। শুটিং করতে গিয়ে সত্যিকারের যৌনকর্মীদের কাছ থেকে তাঁদের জীবনের গল্প শুনে, সিনেমাটি আমাকে আরও গভীরভাবে টেনেছে। মনে হয়েছে, এ সিনেমার মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তাঁদের জন্য কিছু একটা করতে পেরেছি।’
চিত্রনায়ক ইমন বলেন, কিছু সিনেমা থাকে যা অভিনেতার ক্যারিয়ারে প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে। ‘বীরত্ব’ আমার জন্য তেমনই এক সিনেমা। এই কাজটি করার সময় থেকেই নিজের মধ্যে শান্তি পাচ্ছিলাম। দর্শকের কাছে পৌঁছে দিতে পেরে স্বার্থকতা খুঁজে পাচ্ছি।্
বন্যা কবলিত পাকিস্তানে গেলেন অ্যাঞ্জেলিনা জোলি
পরিচালক সাইদুল ইসলাম রানা বলেন, ‘আমরা ‘বীরত্ব’ টিম হলে হলে ঘুরছি এবং দর্শকদের উপস্থিতি দেখছি। আমার বিশ্বাস আমাদের কষ্ট বিফলে যাবে না। যারা সিনেমাটি দেখছেন তারা প্রশংসা করছেন। হল রিপোর্টও ভালো ছিল।’
ছবিটি হলে দেখতে আসা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া বলেন, আমাদের জেলা শহরের উত্তর কমলাপুরের বাড়িতে ছবিটির বেশকিছু দৃশ্য ধারণ করা হয়েছে। সমাজের জন্য ভালো কিছু বার্তা দিয়েছে সিনেমাটি। ছবিটার স্ক্রিপ ও দৃশ্যগুলো বেশ মনোরম। যেটা পরিবার নিয়ে দেখা যায়। তাই, ছবিটি দেখতে বনলতা সিনেমা হলে এসেছি। বেশ ভালো লেগেছে ছবিটি।
জানা যায়, বীরত্ব ছবিটি রাজবাড়ীসহ গোয়ালন্দ ও ফরিদপুরের বিভিন্ন স্থান থেকে চিত্র ধারণ করা
হয়েছে। একযোগে সারাদেশের ৩৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাইদুল ইসলাম রানা পরিচালিত ‘বীরত্ব’। মুক্তির প্রথম দিন থেকেই দারুণ সাড়া ফেলেছে ছবিটি।
You must be logged in to post a comment.