সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন

দর্শকদের কাঁদাচ্ছে ‘একজন মধ্যবিত্ত বলছি’

ফোরাম প্রতিবেদক / ৪৪০ জন দেখেছেন
আপডেট : জুলাই ১৮, ২০২২
দর্শকদের কাঁদাচ্ছে ‘একজন মধ্যবিত্ত বলছি’
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ঈদের শত শত নাটকের ভিড়ে অন্যরকম লেগেছে মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত ‘একজন মধ্যবিত্ত বলছি’।

মধ্যবিত্ত জীবনে নানামুখী টানাপোড়েন ও ট্র্যাজিককে কেন্দ্র করে নাটকটি দর্শকদের আবেগ নাড়া দিচ্ছে। ফলে সময়ের জনপ্রিয় এ নির্মাতার বানানো নাটকটি দেখে কাঁদছেন দর্শকরা। ইউটিউবে আসার ৩ দিনে ২৩ লাখের বেশি দর্শক দেখেছে ‘একজন মধ্যবিত্ত বলছি’।

এতে অভিনয় করেন মুশফিক ফারহান, কেয়া পায়েল মনিরা আক্তার মিঠু, জিল্লুর রহমান। নাটকটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। ইউটিউবে নাটকটি দেখে মন্তব্যের ঘরে প্রকাশ পাচ্ছে দর্শকদের সেই অনুভূতির বহিঃপ্রকাশ। হাজার হাজার দর্শক বিভিন্ন আবেগঘন মন্তব্য করছেন যা চোখ এড়ায়নি।

ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব প্রকাশিত নাটকটি প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না।

কেউ কেউ মন্তব্য করেছেন এভাবে, প্রতিটি ছেলের একজন মধ্যবিত্ত নাটকটি থেকে দায়িত্ব পালন শিখে নেওয়া উচিৎ। কঠিন মূহূর্তেও জন্মদাতা মা-বাবা ও প্রিয় ভাই-বোনদের পর না করেও কীভাবে সুখী হওয়া যায় সেই শিক্ষা দিয়েছে এ নাটক।

শত শত দর্শক তাদের মন্তব্যে একজন মধ্যবিত্ত বলছি অসাধারণ নাটক বলে উল্লেখ করেছেন। লিখেছেন, নাটকটির প্রতিটা সংলাপ, প্রতিটা অভিনয়, প্রতিটা মুহূর্ত যেন হৃদয় স্পর্শ করেছে। অসম্ভব সুন্দর হয়েছে। পরিচালক বান্নাহর কাছে এ রকম নাটক আরো দেখতে চেয়েছেন দর্শক।

অনেকেই আবার লিখেছেন, যদিও নাটকের কাহিনী তবুও অনেকের জীবনের সঙ্গে নাটকের গল্প মিলে গেছে। বেশীরভাগ দর্শক লিখেছেন, বান্নাহর এ নাটক দেখে তারা নিরবে কেঁদেছেন। যারা মধ্যবিত্ত তাদের শখ আছে, কিন্তু মিটানোর সামর্থ্য নেই বলে জানিয়েছেন। অনেকেই আবার লিখেছেন, এটা আসলে নাটক না; আমাদের দেশের বেশীরভাগ মধ্যবিত্ত মানুষের জীবন কাহিনি।

ঈদুল আযহার জন্য থর্টফিল্ম, নাটক সবমিলিয়ে ১৫টি কাজ করেছেন বান্নাহ। তিনি জানালেন, ঈদের পর থেকে তার মাত্র দুটি কাজ (বিজ্ঞাপন, একজন মধ্যবিত্ত বলছি) প্রচারের এসেছে। ইউটিউবে প্রচারের অপেক্ষায় আছে মানুষ টোকাই, আদব বেয়াদব, ড্রেসআপ সেন্স নাই; গল্পনির্ভর এসব কাজগুলো প্রচার হলে মানুষ পছন্দ করবে।

এর আগে ‘আশ্রয়’, ‘মায়ের ডাক’ নামে পারিবারিক গল্প দেখিয়েছিলেন বান্নাহ। ওইসব কাজগুলো তাকে নির্মাতা হিসেবে ব্যাপক প্রশংসা এনে দেয়। নতুন করে বান্নাহ ‘একজন মধ্যবিত্ত বলছি’ নাটক দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিলেন।

তিনি বলেন, প্রতিবার আমার কিছু স্পেশাল প্রজেক্ট থাকে। এবার ঈদের জন্য ‘একজন মধ্যবিত্ত বলছি’ একটি। মানুষ পছন্দ করছে, প্রশংসা করছে এজন্য আগামীতে আরও ভালো গল্প ও নির্মাণের উৎসাহ পাচ্ছি। আমার বিশ্বাস কয়েকদিনের মধ্যে কোটি মানুষের কাছে পৌঁছে যাবে এ কাজটি। আমি এই নাটকের শিল্পী, প্রযোজক ও দর্শকদের কাছে কৃতজ্ঞ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান