ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সর্বভারতীয় সিনেমার নাম ‘দরদ’ এই বছর ফেব্রুয়ারিতে এই সিনেমা মুক্তির কথা থাকলেও সেটা সম্ভব হয়নি।তবে দর্শকদের একেবারে হতাশ করেননি জনপ্রিয় এই নায়ক।বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবসের উৎসবমুখর পরিবেশের মাঝেই ভক্তদের চমক দিলেন চিত্রনায়ক শাকিব খান। এদিন প্রকাশ করলেন তার নতুন সিনেমা ‘দরদ’র ফার্স্ট লুক।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘দরদ’ সিনেমার ফার্স্ট লুকের পোস্টার শেয়ার করেন শাকিব। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পরই ভাইরাল হয়ে যায় পোস্টারটি।
ফার্স্ট লুকে শাকিবের বিক্ষুব্ধ দৃষ্টি ভক্তদের কাঁপিয়ে দিয়েছে হাত ও মুখমণ্ডলে তাজা রক্তের মাখামাখি। চোখে যেন জ্বলন্ত আগ্নেয়গিরি। ভালোবাসার দিনেও নেটদুনিয়া আলোড়িত করছে এটি। শাকিবিয়ানদের নজর কেড়ে নিয়েছে এই লুক।তারা মন্তব্যের ঘরে লিখছেন নানান কথা। একইসঙ্গে শুভকামনাও জানিয়েছেন প্রিয় অভিনেতাকে।
সাইকো থ্রিলার গল্পে নির্মিত শাকিব খানের ‘দরদ’ সিনেমাটি বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কন্নড়- এই ছয়টি ভাষায় মুক্তি পাবে । এটি তার প্রথম প্যান-ইন্ডিয়ান সিনেমা।
অনন্য মামুনের পরিচালনায় ‘দরদ’-এ শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। সিনেমায় শাকিব-সোনাল ছাড়া আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, রাহুল দেবসহ অনেকে
প্রসঙ্গত, যৌথভাবে ‘দরদ’ সিনেমার প্রযোজনায় রয়েছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস।
You must be logged in to post a comment.