বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন

দগ্ধ অভিনেত্রীর শারীরিক অবস্থার উন্নতি

ফোরাম প্রতিবেদক / ১৩০ জন দেখেছেন
আপডেট : ফেব্রুয়ারি ৯, ২০২৩
দগ্ধ অভিনেত্রীর শারীরিক অবস্থার উন্নতি
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

রাজধানীর মিরপুর এলাকার পল্লবীতে শুটিংয়ের সময় দগ্ধ হয়েছিলেন অভিনেত্রী শারমিন আঁখি (২৭)। তার শারীরিক অবস্থা এখন আগের চেয়ে অনেকটা উন্নতি হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা এস এম আইউব হোসেন। ডা এস এম আইউব হোসেন বলেন, ‘অভিনেত্রী শারমিন আঁখি আগের থেকে এখন অনেক ভালো আছেন। তিনি বর্তমানে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন আছেন। তিনি এখন স্বাভাবিক খাবার খেতে পারছেন। তার অবস্থা এখন শঙ্কামুক্ত। আমরা তার কিছু পরীক্ষা আইসিডিডিআরবিতে পাঠিয়েছি সেখানে কোনো জীবাণু আছে কিনা।’

তবে তাকে কবে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনই কিছু বলা যাচ্ছে না। রিপোর্টগুলো আসুক তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে শারমিন আঁখির শারীরিক অবস্থা প্রসঙ্গে তার স্বামী রাহাত কবির বলেন, ‘আমার স্ত্রী বর্তমানে ভালো আছেন। চিকিৎসক জানিয়েছেন তার শ্বাসনালির যে সমস্যা ছিল সেটি এখন আর নেই। মুখের যে দাগ ছিল সেটাও অনেকটা ঠিক হয়ে গেছে। তবে তার শরীরের এখনো দগ্ধ আছে সেগুলো সেরে উঠতে সময় লাগবে। এখন খাবার খেতে পারছে আঁখি। মাঝে তার অবস্থা একটু খারাপ হয়েছিল তাকে আইসিইউতে রাখা হয়েছিল পরে অবস্থার উন্নতি হলে আবার তাকে এইচডিইউতে শিফট করা হয়। এখানে চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো চিকিৎসকেরা সবাই অনেক আন্তরিকভাবে চিকিৎসা করছেন।’

উল্লেখ্য, গত শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর মিরপুরের পল্লবীর সাড়ে এগারোর একটি বাড়িতে শুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হন ছোট পর্দার অভিনেত্রী শারমিন আঁখি। বৈদ্যুতিক শর্ট সার্কিটে দগ্ধ হয়ে শরীরের ৩৫ শতাংশ পুড়ে যায় তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান