শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৮ পূর্বাহ্ন

দক্ষিণে রাশমিকার সঙ্গে অভিনয় করবেন যিশু

ফোরাম প্রতিবেদক / ২১৭ জন দেখেছেন
আপডেট : আগস্ট ৪, ২০২২
দক্ষিণে রাশমিকার সঙ্গে অভিনয় করবেন যিশু
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

টলিউড তাঁকে চোখে হারায়। বলিউডেও নিজের আধিপত‍্য কায়েম করেছেন। যিশু সেনগুপ্তর পাখির চোখ এবার দক্ষিণী ইন্ডাস্ট্রি। দর্শক মহল এখন ঝুঁকছেন দক্ষিণী ছবির দিকে। গত প্রায় দেড় বছর ধরে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছে দক্ষিণী ইন্ডাস্ট্রি। তাই যিশুও এবার পায়ের তলার জমি শক্ত ক‍রছেন সেখানে।

বেশ কিছু সময় ধরেই দক্ষিণী ছবিতে আনাগোনা করছেন যিশু। আচার্য, ভীষ্ম, শ‍্যাম সিংহ রায় এর মতো ছবিতে অভিনয় ক‍রেছেন তিনি। তাঁর অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছে সুদূর দক্ষিণেও। বাঙালিকে দু হাত বাড়িয়ে সাদরে স্বাগত জানিয়েছেন তাঁরা। এবার আগামীতে ‘সীতা রমন’ ছবিতেও দেখা যাবে যিশুকে। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ম্রুনাল ঠাকুর ডালকর সালমান।

সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, যিশু ছবিটির অবিচ্ছেদ‍্য অংশ। তিনি নিজেও খুব উচ্ছ্বসিত তাঁর চরিত্রটি নিয়ে। যদিও এখনো তাঁর চরিত্রের বিষয়ে তেমন কিছু তথ‍্য খোলসা করা হয়নি। ছবিতে যিশু, ম্রুনাল এবং ডালকর ছাড়াও থাকছেন রাশমিকা মন্দানা, সুমন্ত, বাসুদেব মেনন, প্রকাশ রাজরা। পরিচালনার দায়িত্বে থাকছেন হানু রাঘবাপুরি। ৫ ই অগাস্ট মুক্তি পেতে চলেছে সীতা রমন।

এর আগে রাশমিকার সঙ্গে ভীষ্ম ছবিতে অভিনয় করেছিলেন যিশু। একসঙ্গে বাংলা, হিন্দি এব‌ং দক্ষিণী ছবিতে কাজ করছেন তিনি। বাংলাতে তাঁর শেষ অভিনীত ছবি ‘বাবা বেবি ও’। হিট হওয়ার পাশাপাশি বক্স অফিসে ভাল ব‍্যবসাও করেছিল ছবিটি। অন‍্যদিকে হিন্দিতে যিশুকে শেষবার দেখা গিয়েছিল কঙ্গনা রানাওয়াতের সঙ্গে ‘থালাইভি’ ছবিতে।

আগামীতে দক্ষিণ ছাড়াও টলিউডে ছবির কাজ রয়েছে যিশুর। পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর ছবি ‘মেঘ পিওন’এ অভিনয় করবেন তিনি। যিশু ছাড়াও ছবিতে রয়েছেন আবির চট্টোপাধ‍্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়। খুব শীঘ্রই শুরু হবে ছবির শুটিং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান