বলিউডের পর এবার দক্ষিণি সিনেমায় দেখা যাবে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে। অভিনেতা জুনিয়র এনটিআরের বিপরীতে জুটি বাঁধবেন জাহ্নবী।
শ্রীদেবী ও বনি কাপুর কন্যা জাহ্নবীর বলিউড অভিষেক হয় ‘ধড়ক’ ছবির মাধ্যমে। অভিষেকেই আলোচনায় আসেন এ অভিনেত্রী। এরপর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও তেমন সাড়া পাননি।
ভারতীয় মিডিয়ার খবর অনুযায়ী, দক্ষিণি একটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জাহ্নবী। ‘এনটিআর ৩০’ নামের ছবিটি পরিচালনা করবেন কোরাতলা শিভা। দাবি করা হচ্ছে, মার্চ থেকে এর শ্যুটিং শুরু হবে।
ছবিতে লিড রোলে থাকবেন জুনিয়র এনটিআর। তার নায়িকা হিসেবে দেখা যাবে জাহ্নবীকে। অ্যাকশন ঘরানার ছবি হবে এটি।
তবে এ ব্যাপারে এখনো কোনো কথা বলেননি জাহ্নবী। বর্তমানে ‘দোস্তানা-টু, জানা গানা মানা ও বোম্বে গার্ল’ সহ বেশ কয়েকটি ছবি হাতে রয়েছে জাহ্নবীর। সবশেল ‘মিলি’ ছবিতে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে।
You must be logged in to post a comment.