বাংলা চলচ্চিত্রের উঠতি নায়িকা পূজা চেরি। আর ছোট পর্দার জনপ্রিয় মুখ জোভান। দুই জগতের জনপ্রিয় দুজনকে দেখা যাবে একসঙ্গে। সম্প্রতি একটি ওয়েব ফিল্মের শুটিং করতে থাইল্যান্ড গেছেন চিত্রনায়িকা পূজা চেরী জোভান। সেখানেই দুজনকে দেখা গিয়েছে বেশ অন্তরঙ্গভাবে।
চল্লিশের পর মেয়েদের আবেদন আরও বেড়ে যায়: বিদ্যা
রবিবার (৪ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় এই দুজনের কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। সেখানে এই দুজনকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে। ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিটি দেখে অনেকেই মনে করছেন চুটিয়ে প্রেম করছেন দু’জন। তবে বিষয়টি মোটেও তেমন নয় বলে জানিয়েছেন পূজা।
ভাইরাল হওয়া ছবি প্রসঙ্গে পূজা বলেন, ‘এটা ওয়েব ফিল্মের শুটিংয়ের একটি দৃশ্য। অন্যকিছু নয়। দর্শকরা ওয়েব ফিল্মটি দেখলেই বুঝতে পারবেন।’
জানা যায়, ‘পরী’ নামের ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন নাট্য নির্মাতা মাহমুদুর রহমান হিমি। ওয়েব ফিল্মটি নির্মিত হয়েছে নারী পাচারের গল্পকে উপজীব্য করে। এখানে দেখা যাবে পূজাকে বাংলাদেশ থেকে ব্যাংককে পাচার করা আনা হয়েছে। কিন্তু সে কৌশলে দেশে ফিরতে চায়। শুধু ব্যাংককে নয় দেশেও ছবিটির শুটিং হবে।
You must be logged in to post a comment.