সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন

ত্রিশ বছর বয়সে হলিউড অভিনেতার মৃত্যু

বিনোদন ডেস্ক / ৩৪ জন দেখেছেন
আপডেট : জুলাই ৭, ২০২৪
ত্রিশ বছর বয়সে হলিউড অভিনেতার মৃত্যু
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

হলিউডের জনপ্রিয় টেলি অভিনেতা মাইক হেসলিন আর নেই। মাত্র ৩০ বছর বয়সে চলে গেলেন তিনি। ‘লায়োনেস’, ‘দ্য হলিডে প্রপোজাল প্ল্যান’ সহ একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন মাইক হেসলিন।

ভ্যারাইটির প্রতিবেদন থেকে জানা যায়, মাইক হেসলিন জীবনসঙ্গী গায়ক স্কটি ডায়নামো খবরটি নিশ্চিত করে ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মাইক। মৃত্যুর আগে তিনি এক সপ্তাহ হাসপাতালে লড়াই করেছেন। একাধিক ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি।

স্কটি জানিয়েছেন, মরণোত্তর অঙ্গদান করে দিয়ে গেছেন মাইক হেসলিন। তার অঙ্গে জীবন বাঁচবে চার জন ব্যক্তির। ওই পোস্টে মাইকের সঙ্গে কিছু স্থিরচিত্র শেয়ার করেছেন স্কটি। যেখানে রয়েছে গত নভেম্বরে তাদের বিয়ের মুহূর্তও।

প্রসঙ্গত, লায়নেস সিরিজের প্রথম সিজনের দুটি পর্বে দেখা গেছে মাইক হেসলিনকে। এতে তার চরিত্রের নাম ছিল ‘পোলো’। এছাড়াও তিনি ‘দ্য হলিডে প্রপোজাল প্ল্যান’, ‘ইয়ংগার’ ও ‌‌‘দ্য ইনফ্লুয়েন্সার্স’ ‘সেভেন ডেডলি সিনস’ এবং ‘ইউ আর নেভার অ্যালোন’ সিরিজ নজর কেড়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান