ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে প্রশংসা যেমন রয়েছে, তেমনি তাঁকে নিয়ে সমালোচনাও কম নয়। এই তারকার ব্যক্তিজীবন নিয়ে প্রায়ই নেটিজেনরা কানাঘুষো করে থাকেন। ক্যারিয়ারের স্বার্থে নিজের সংসার-সন্তানকেও বারবার লোকচক্ষুর আড়ালে রাখতে চেয়েছেন তিনি! এসব ঘটনায় মুখে একপ্রকার খুলুপ এঁটেছিলেন। জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও নীরবতা ভর করেছিল তাঁর ওপর। একেবারে শেষদিকে আন্দোলনে ছাত্রদের জয় যখন প্রায় নিশ্চিত, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দায়সারা পোস্ট দিয়েছিলেন।
এবার দেশের বন্যা পরিস্থিতিতে বেশ সক্রিয় শোবিজ তারকারা। কেউ কেউ ত্রাণ নিয়ে ছুটে যাচ্ছেন দুর্গত মানুষের কাছে। কেউ কেউ টিএসসিতে ত্রাণকেন্দ্রে সরেজমিন খাদ্রসামগ্রী ছাড়াও আর্থিক সহায়তা করছেন। সেখানে শাকিবের নীরবতায় বিস্মিত হয়েছেন অনেকে। তোপের মুখে পড়েছেন অভিনেতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিবকে উদ্দেশ্য করে এক নেটিজেন লিখেছেন, ‘আপনি শুধু টাকাই ইনকাম করে যান। আর কিছু ভাবতে হবে না!’
অপর একজন লিখেছেন, ‘দেশের চরম দুঃসময়ে ঘুমিয়ে আছেন ঢালিউড কিং শাকিব খান। এভাবে সবসময় দেশের বিপদে ঘুমিয়ে থাকুন।’
আরেকজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘প্রিয় খান সাহেব, বন্যা বা বানভাসিদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি, ভক্ত হিসেবে এটুকু অনুরোধ।’
তবে বন্যায় নীরব থাকলেও নিজের সিনেমার প্রচারণায় সরব শাকিব খান। সম্প্রতি মালয়েশিয়ায় মুক্তি পেয়েছে তাঁর চলচ্চিত্র ‘তুফান’। সামাজিকমাধ্যমে ঠিকই এই প্রচারণা চালাচ্ছেন অভিনেতা। সেখানেও মন্তব্যঘরে তোপের মুখে পড়ছেন তিনি।
You must be logged in to post a comment.