নিজের ছবি ও ভিডিও শেয়ার করে আবারও কটাক্ষের শিকার হলেন পূজা ব্যানার্জি। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি। এক সময়ে দেব, জিৎদের সঙ্গে উপহার দিয়েছেন একের পর এক ব্যবসা সফল ছবি। তবে বর্তমানে তিনি সিনেমা জগৎ থেকে অনেকটাই দুরে রয়েছেন এই নায়িকা। কিন্তু পর্দা থেকে দুরে থাকলেও গ্ল্যামার জীবন থেকে মোটেও দুরে নেই পূজা। নিয়মিত মডেলিং, ফটোশুট নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সংস্পর্শে থাকছেন।
নিজের ছবি ও ভিডিও নিয়মিতই শেয়ার করে থাকেন ভক্ত অনুরাগীদের সঙ্গে। বেশিরভাগ সময় সৌন্দর্যের প্রশংসায় ভাসলেও মাঝে মাঝে তুমুল কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। যেমনটা সদ্য প্রকাশ করা একটি ভিডিওর কারণে কটাক্ষের মুখোমুখি হলেন আবারো।
সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের নতুন একটি ফটোশুটের ভিডিও প্রকাশ করেছেন এই অভিনেত্রী। নতুন ভিডিওতে আবেদনময়ী পোশাকে উত্তাপ ছড়িয়েছেন পূজা, তা বলাই বাহুল্য। তবে এই উত্তাপ ভক্তরা সাদরে গ্রহণ করলেও নেটিজেনরা বিদ্রুপ করতে ছাড়েননি!
ভিডিওটিতে পূজাকে একটি ফটোশুট করতে দেখা যাচ্ছে। তার পরনে ব্যাকলেস ব্রালেট। খোলা কাঁধ-পিঠ। চোখেমুখে দুষ্টু ইশারা। উন্মুক্তপ্রায় শরীর দেখেই পূজার উপর খেপেছে নেটিজেনরা। কেউ ‘অসভ্য মহিলা’ বলে কটাক্ষ করলেন তো কেউ বা আবার পূজাকে মনে করিয়ে দিলেন যে তিনি ‘এক ছেলের মা!’ কেউ কেউ বললেন, ‘এক বাচ্চার মা হয়েও এই ধরনের ফটোশুট ঠিক নয়।
You must be logged in to post a comment.